সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই নাহলে ফাইনাল। খেলা দেখতে দেখতে দুই দলের সমর্থকেই দমবন্ধ হয়ে যাওয়ার জোগাড়। এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। টান-টান, রুদ্ধশ্বাস লড়াই শেষে পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে হারিয়ে বিশ্বজয় করল আর্জেন্টিনা। ৩৬ বছরের খরা কাটিয়ে দলকে বিশ্বকাপ ট্রফি এনে দিলেন মসিহা মেসি। পুরস্কারের মঞ্চে ট্রফি নিয়ে তাঁর উচ্ছ্বাস চিরকাল মনে রাখবেন ফুটবলপ্রেমীরা। যেন বাবা তাঁর সন্তানকে হাতে নিয়ে দোলাচ্ছেন। তারপর চুমু খেলেন ট্রফিতে। কত অভিমান, গ্লানি, পরিশ্রম, নাছোড়বান্দা লড়াই পেরিয়ে আজ তিনি তৃপ্ত। ভীষণ তৃপ্ত।
দল পেল বিশ্বকাপ। আর মেসির হাতে উঠল সোনার বল। কাতারে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করে দলকে জেতানোর নজির গড়েছেন তিনি। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে দু’বার সোনার বল পাওয়ার রেকর্ডও নিজের নামে করে ফেললেন মেসি।
[আরও পড়ুন: রেকর্ড ভাঙার রেকর্ড, বিশ্বকাপের মঞ্চে হাফ ডজন নজির ম্যাজিশিয়ান মেসির]
সোনার বুট উঠবে কার হাতে? মেসি নাকি এমবাপে? শেষ মুহূর্ত পর্যন্ত টক্করটা চলছিল সেয়ানে-সেয়ানে। কিন্তু মেসির থেকে একটি গোল বেশি করে বুট জিতে নিলেন ফরাসি স্ট্রাইকার। ফাইনালে তাঁর অবিশ্বাস্য লড়াই মনে রাখবে বিশ্ব। তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে আটটি গোল।
আর্জেন্টিনার তেকাঠির নিচে দাঁড়িয়ে বারবার গোল রুখে দিয়ে দলের ত্রাতা হয়ে ওঠা এমি মার্টিনেজের হাতে উঠল সোনার গ্লাভস।
সোনার বল: লিও মেসি
সোনার বুট: কিলিয়ান এমবাপে
সোনার গ্লাভস: এমি মার্টিনেজ
বিশ্বকাপের সেরা তরুণ তারকা: এঞ্জো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)
বিজয়ী আর্জেন্টিনার পুরস্কার মূল্য: ৪২ মিলিয়ন ডলার (৪ কোটি ২০ লক্ষ ডলার)
রানার্স আপ ফ্রান্সের পুরস্কার মূল্য: ৩০ মিলিয়ন ডলার (৩ কোটি ডলার)