shono
Advertisement

ঘরের মাঠে রিয়াল কাশ্মীরের কাছে পরাস্ত মহামেডান, হেরেও শীর্ষে সাদা-কালো ব্রিগেড

তিন গোল হজম করে মাঠ ছাড়ল মহামেডান।
Posted: 09:21 PM Feb 04, 2024Updated: 09:21 PM Feb 04, 2024

রিয়াল কাশ্মীর: ৩ (ক্রিজো পেনাল্টি-সহ ২, শাহিন)

Advertisement

মহামেডান: ০ 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিগ চ্যাম্পিয়ন হলেই আইএসএলের টিকিট। এই একটা লক্ষ্যপূরণেই অবিচল মহামেডান (Mohammedan SC)। চলতি আই লিগে কার্যত অপ্রতিরোধ্য হয়ে উঠেছে সাদাকালো জার্সিধারীরা। কিন্তু তাদের জয়রথে ধাক্কা লাগল রবিবার। ঘরের মাঠে রিয়াল কাশ্মীরের কাছে হারল মহামেডান। ম্যাচের শেষে লাল কার্ড দেখে দলের বিপদ বাড়ালেন ডিফেন্ডার জোসেফ আদজেই।

সুপার কাপে খেলেনি মহামেডান। লম্বা বিরতির পরে এদিন আই লিগের (I League) ম্যাচ খেলতে নেমেছিল সাদাকালো ব্রিগেড। তবে খেলার শুরুর আগেই ধাক্কা খেয়েছিলেন কোচ আন্দ্রে চেরনিশভ। এদিনের ম্যাচে সামাদ আলি মল্লিক ও অভিজিৎ সরকারকে ছাড়াই দল সাজাতে হয় তাঁকে। ফলে রক্ষণভাগে আগে থেকেই পিছিয়ে পড়েছিল মহামেডান। তবে ঘরের মাঠে ম্যাচ খেলায় খানিকটা অ্যাডভান্টেজ ছিল দলের। 

[আরও পড়ুন: দ্বিতীয় টেস্টের আগে সতর্ক করা হয়েছিল গিলকে, ফর্মে ফিরতে খেলতে হত রনজি!]

অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেও দাপট ছিল কাশ্মীরের (Real Kashmir)। একের পর এক আক্রমণ কোনও মতে আটকে রেখেছিলেন মহামেডানের ডিফেন্ডাররা। দলের রক্ষণ ভেদ করে গোল করতে পারেননি শাহিনরা। গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। বিরতির পর অন্যরূপে দেখা যায় রিয়াল কাশ্মীরকে। মাত্র ১১ মিনিটের ব্যবধানে দুটি গোল করে দেয় তারা। ৫৫ মিনিটে শাহির শাহিন ও ৬৪ মিনিটে নোহেরে ক্রিজোর গোলেই ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায়।

তবে ঘটনার ঘনঘটা আরও বাকি ছিল। দ্বিতীয়ার্ধে বারবার ঝামেলায় জড়ায় দুদলের ফুটবলাররা। ৭৯ মিনিটে জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আদজেই। মহামেডানের জয়ের যাবতীয় সম্ভাবনা ওখানেই শেষ। গোদের উপর বিষফোঁড়ার মতো অতিরিক্ত সময়ে মহামেডানের ফাউল। পেনাল্টি থেকে গোল করে জয়ের ব্যবধান বাড়িয়ে নেন ক্রিজো। তবে এদিন হারলেও পয়েন্ট তালিকায় শীর্ষস্থানেই রইল মহামেডান। কিন্তু হাতছাড়া হল গোলপার্থক্যে এগিয়ে থাকার সুযোগ। অ্যাওয়ে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এল রিয়াল কাশ্মীর।

[আরও পড়ুন: ১০ হাজারের টিকিট কেটেও মেসি দর্শন হল না! হংকংয়ে তোপের মুখে এলএম টেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement