সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোল করলেন এডি হার্নান্দেজ (Eddie Hernandez)। জিতল মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। আই লিগে সাদা কালো শিবির শীর্ষেই রইল।
শনিবার আই লিগে (I league) সাদা-কালো ব্রিগেড ২-০ গোলে হারাল ট্রাউকে। জোড়া গোল করেন এডি হার্নান্দেজ। দুই অর্ধে দুটো গোল করেন তিনি।
আগের ম্যাচে রাজস্থানকে বড় ব্যবধানে হারিয়েছিল মহামেডান। ট্রাউয়ের বিরুদ্ধে নামার আগে জয়ের ব্যাপারে প্রত্যয়ী ছিলেন মহামেডানের কোচ চের্নিশভ। শনি-দুপুরে রাশিয়ান কোচের ছেলেরা প্রাধান্য রেখেই ম্যাচটা জিতে নিল।
[আরও পড়ুন: ‘খেলতেই হবে রনজি ট্রফি, নাহলে…’, ক্রিকেটারদের কড়া চিঠি জয় শাহের]
বিরতির ঠিক আগে এডির গোলে এগিয়ে গিয়েছিল মহামেডান স্পোর্টিং। ট্রাউয়ের বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে প্রথম গোলটি করেন এডি। তবে শুরুতে ট্রাউও সাদা-কালোর পেনাল্টি বক্সে আতঙ্ক তৈরি করেছিল। গোলের সুযোগ ট্রাউ তৈরি করলেও ঠোঁট ও পেয়ালার মধ্যে যে দূরত্ব থাকে, সেই ব্যবধানই থেকে যায়। দ্বিতীয়ার্ধে মহামেডান আক্রমণের ঝাঁজ বাড়ায়। এডি নিজেই একাধিকবার ট্রাউয়ের গোলমুখে কাঁপুনি ধরিয়ে দেন। কিন্তু তাঁর একটি শট পোস্টের অনেকটাই উপর দিয়ে বেরিয়ে যায়। অতিরিক্ত সময়ে ফের ঝলসে ওঠেন এডি হার্নান্দেজ। তাঁর বিষাক্ত ছোবল জড়িয়ে যায় ট্রাউয়ের জালে। ট্রাউকে হারানোর ফলে একনম্বরেই রইল মহামেডান। পিছনে রয়েছে গোকুলম, শ্রীনিধি। তবে সাদা-কালো শিবির অনেকটাই এগিয়ে।