shono
Advertisement

মধুর প্রতিশোধ, কেরলকে পাঁচ গোল দিয়ে সুপার কাপের অভিযান শুরু মোহনবাগানের

দলগত পারফরম্যান্সে ঘরের মাঠেই কেরলকে নাস্তানাবুদ করলেন ফেরান্দোর ছেলেরা।
Posted: 06:55 PM Apr 10, 2023Updated: 07:18 PM Apr 10, 2023

মোহনবাগান: ৫ (লিস্টন-২, বুমোস-১, মনবীর-১, কিয়ান-১)
গোকুলাম কেরল: ১ (মেন্ডি)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে মধুর প্রতিশোধ। শেষবার এএফসি কাপে এই গোকুলাম কেরলের সঙ্গে সাক্ষাতেই পরাস্ত হয় সবুজ-মেরুন শিবির। শুধু তাই নয়, দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার তিরিও সেই ম্যাচে চোট পেয়ে দীর্ঘদিনের জন্য ছিটকে যান। কোঝিকোড়ে সোমবার সুপার কাপে নিজেদের প্রথম ম্যাচে সব যন্ত্রণার জবাব সুদে-আসলে দিলেন ফেরান্দোর ছেলেরা। দলগত পারফরম্যান্সে ঘরের মাঠেই কেরলকে নাস্তানাবুদ করল মোহনবাগান (Mohun Bagan)।

তারা আইএসএল চ্যাম্পিয়ন (ISL 2022-23)। সুতরাং তাদের বিরুদ্ধে লড়াইটা যে কঠিন হবে, তা ভালই জানতেন গোকুলামের স্প্যানিশ কোচ ফ্রান্সিস বোনেট। তবে গোকুলামকে ঠিকমতো না চেনাই ছিল মোহনবাগানের বিরুদ্ধে তাঁর মূল অস্ত্র। কিন্তু চ্যাম্পিয়নরা যে দীর্ঘ ছুটি কাটিয়েও দুরন্ত ছন্দে, তারই প্রমাণ মিলল এইএমএস স্টেডিয়ামে। এদিন শুরু থেকেই বিপক্ষের ডেরায় আক্রমণ শানান পেত্রাতোসরা। যার ফল মেলে খেলার সাত মিনিটেই। দুরন্ত গোলে দলকে এগিয়ে দেন লিস্টন কোলাসো। ২৭ মিনিটে লং শটে দর্শনীয় গোলটিও করেন কোলাসোই।

[আরও পড়ুন: পাঁচ ছক্কা হাঁকিয়ে জাতীয় দলে খেলার স্বপ্নে বিভোর রিঙ্কু, KKR তারকাকে কী বার্তা শ্রেয়সের?]

ম্যাচের প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন ব্রিগেড। প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে কেরলের ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন হুগো বুমোস। স্বাভাবিকভাবেই তিন গোল হজম করে আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে পড়ে কেরলের। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করলেও অবশ্য বিশেষ লাভ হয়নি। কারণ ব্য়বধান আরও বাড়িয়ে দেন মনবীর সিং এবং কিয়ান নাসিরি। ম্যাচের অতিরিক্ত সময়ে একেবার ফাঁকা গোল পেয়ে অতি অনায়াসে বল জালে জড়িয়ে দেন কিয়ান।

কোনও এক তারকার ভরসায় নয়, দলগতভাবেই যে শক্তিশালী মোহনবাগানরা, সেটাই এদিন স্পষ্ট। নিঃসন্দেহে এই আত্মবিশ্বাস নিয়েই পরের ম্যাচে জামশেদপুরের মুখোমুখি হবে ফেরান্দোর দল।

[আরও পড়ুন: মমতা-রাজ্যপালের তু তু ম্যায় ম্যায় চলছে! খোঁচা শুভেন্দুর, পালটা দিলেন কুণাল]  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement