shono
Advertisement

ইতিহাস গড়ে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় বক্সার নিখাত জারিন, ছুঁলেন মেরি কমকে

ভিয়েতনামের প্রতিপক্ষের বিরুদ্ধে রীতিমতো দাপট দেখান নিখাত।
Posted: 06:35 PM Mar 26, 2023Updated: 07:30 PM Mar 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিখাত জারিনের নিখুঁত পাঞ্চে আরও একবার উজ্জ্বল হল দেশের নাম। ফের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতীয় বক্সার। ভিয়েতনামের এন থি টামকে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলেন তিনি।

Advertisement

রবিবার ৪৮-৫০ কেজি বিভাগে ফাইনালের মঞ্চে ভিয়েতনামের প্রতিপক্ষের বিরুদ্ধে রীতিমতো দাপট দেখান নিখাত (Nikhat Zareen)। প্রথম বাউটেই থি টামকে জোর বেগ দেন তিনি। এরপর লাগাতার পাঞ্চে রীতিমতো চাপে ফেলে দেন প্রতিপক্ষকে। নিখাতের কোচকে বারবার বলতে শোনা যায়, “দূর থেকে, সামনে যেও না।” কোচের নির্দেশ মতোই নির্দিষ্ট দূরত্ব মেনে লড়াই চালিয়ে যান ভারতীয় তারকা। পাঁচ বিচারকই প্রথম বাউটে নিখাতকে জয়ী ঘোষণা করেন। দ্বিতীয় রাউন্ডে যদিও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ভিয়েতনামের তারকা। সেই রাউন্ড ৩-২ ব্যবধানে শেষ হয়। ফাইনাল রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াই হয়। যাতে শেষ হাসি হাসেন নিখাত। 

[আরও পড়ুন: ‘মহার্ঘ অলঙ্কার বাকস্বাধীনতা’, রাহুল নিয়ে উত্তাপের মাঝে সওয়াল বাংলার রাজ্যপালের]

গোটা টুর্নামেন্টেই নিজের জাত চেনাতে সফল হন নিখাত। সেমিফাইনালে কলম্বিয়ার তারকা ভ্যালেন্সিয়াকে ৫-০ ব্যবধানে হারান তিনি। এই ভ্য়ালেন্সিয়ার কাছেই টোকিও অলিম্পিকে পরাস্ত হয়েছিলেন ভারতীয় বক্সার মেরি কম। তবে এদিন ফাইনাল জিতে মেরি কমকে স্পর্শ করেন নিখাত। দ্বিতীয় ভারতীয় মহিলা বক্সার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে একাধিক পদক জিতলেন তিনি।

গত বছরও বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে দেশকে সোনা এনে দিয়েছিলেন নিখাত। কমনওয়েলথ গেমসেও সোনা ঘরে তোলেন তিনি। এবারও বিশ্বজয় করে বুঝিয়ে দিলেন, দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। আগামী বছর অলিম্পিককেই আপাতত পাখির চোখ করেছেন তারকা বক্সার।

[আরও পড়ুন: এনকাউন্টারের ভয়! জেলেই থাকতে চান অপহরণ ও হত্যায় অভিযুক্ত গ্যাংস্টার-নেতা আতিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement