সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবল বিশ্বকাপের (U-17 Women World Cup) জন্য ভারতীয় দল (Indian Women Football Team) ঘোষিত হল। বুধবার ভারতের প্রধান কোচ টমাস ডেনারবি (Thomas Dennerby) ২১ জন সদস্যের নাম ঘোষণা করেন। ভুবনেশ্বরে ১১ অক্টোবর থেকে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ শুরু হতে চলেছে। এই বিশ্বকাপে ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। তাদের সঙ্গে রয়েছে ইউএসএ, মরোক্কো এবং ব্রাজিল। ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ১১ অক্টোবর। প্রতিপক্ষ ইউএসএ। ১৪ অক্টোবর দ্বিতীয় ম্যাচে ভারত খেলবে মরোক্কোর বিরুদ্ধে। গ্রুপের শেষ ম্যাচ ১৭ অক্টোবর। সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ ব্রাজিল।
দল ঘোষণার পর ভারতীয় দলের কোচ বলেন, ‘‘প্রত্যেকের কাছেই পরিস্থিতি নতুন। ভারত আগে কখনও বিশ্বকাপ খেলেনি। এটি সম্পূর্ণ ভিন্ন মঞ্চ। নিজেদের মেলে ধরার এটা দারুণ সুযোগ। আমাদের প্রস্তুতি খুব ভাল হয়েছে। আমরা সবাইকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত।’’ গ্রুপ পর্যায়ে ভারত তাদের সবক’টি ম্যাচ খেলবে কলিঙ্গ স্টেডিয়ামে। ডেনারবি জানিয়েছেন, ‘‘আমরা এই টুর্নামেন্টে ফেভারিট হিসাবে অংশগ্রহণ করছি না। ফলে প্রতিপক্ষের উপরই বাড়তি চাপ থাকবে। মাঠে আমাদের সেরাটা মেলে ধরাই হবে প্রধান লক্ষ্য। আমি আশা করব, মেয়েরা খুব বেশি স্নায়ুর চাপে আক্রান্ত হবে না। এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের সেরাটা মেলে ধরবে। স্নায়ুর চাপে আক্রান্ত হলে সেরা পারফরম্যান্স মেলে ধরাটা কঠিন হবে।’’ তিনি আরও জানিয়েছেন, মাঠে নামার পর বাকি সবকিছু নগণ্যা হয়ে যায়। তাঁর বক্তব্য, ‘‘আমাদের কেবল খেলায় মনোযোগী হতে হবে। আমাদের মেয়েদেরও সেটাই করতে হবে।’’
[আরও পড়ুন: ‘তুমি কি আদৌ মুসলিম?’, দশেরার শুভেচ্ছা জানিয়ে কট্টরপন্থীদের রোষের মুখে শামি]
উল্লেখ্য, অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। আয়োজক হিসেবেই প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে ভারতের মেয়েরা। যদিও ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপে’র কারণে ফিফার নিষেধাজ্ঞায় সেই সুযোগ ভেস্তে যেতে বসেছিল। শেষ মুহূর্তে ফেডারেশনের তৎপরতায় সবকিছু মিটমাট হয়।
[আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নামছে ভারত, সব নজর চাহারের দিকে]
ঘোষিত ভারতীয় দল : গোলরক্ষক : মোনালিসা দেবী, মেলোডি চানু কেইশাম, অঞ্জলি মুণ্ডা, ডিফেন্ডার : অস্টম ওরাঁও, কাজল, নাকেতা, পুর্ণিমা কুমারী, বর্ষিকা, সিল্কি দেবী হেমাম, মিডফিল্ডার : বাবিনা দেবী লিশাম, নীতু লিন্ডা, শৈলজা, শুভাঙ্গী সিং, ফরোয়ার্ড : অনিতা কুমারী, লিন্ডা কম সের্টো, নেহা, রেজিয়া দেবী লাইশরাম, শেলিয়া দেবী, কাজল হুবার্ট, লাবণ্য উপাধ্যায়, সুধা অঙ্কিতা তিরকে।