সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধ ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউজকে (Angelo Mathews) ‘টাইমড আউট’ করে বিতর্কের জন্ম দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hasan)। দ্বীপরাষ্ট্রকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জেতার পরদিনই বাংলাদেশ শিবিরে এল দুঃসংবাদ। চোটের জন্য বিশ্বকাপের শেষ ম্যাচে (ODI World Cup 2023) আর নামা হচ্ছে না শাকিবের। বাঁ হাতের তর্জনীর হাড়ে চিড় ধরেছে শাকিবের। ওই চোটই ছিটকে দিচ্ছে বাংলাদেশের সেরা অলরাউন্ডারকে। ১১ নভেম্বর পুণেয় বাংলাদেশের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে। শাকিব ঢাকায় উড়ে যাবেন আজ মঙ্গলবারই। বাকি দল পুণে রওনা হবে।
[আরও পড়ুন:‘নক আউটে ভারতকে অনেক কিছু হারাতে হবে’, আশঙ্কা মিসবার]
দিল্লিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট করার সময়ে বাঁ হাতের তর্জনীতে চোট পান শাকিব। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮২ রানের ইনিংস খেলেছিলেন শাকিব। বাংলাদেশের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, ”ইনিংসের গোড়ার দিকে বাঁ হাতের তর্জনীতে চোট পায় শাকিব। হাতে ট্যাপ করে এবং ব্যথা কমার ওষুধ খেয়ে ব্যাট করে যায়।”
ম্যাচের শেষে এমার্জেন্সি ভিত্তিতে এক্স রে করা হয় শাকিবের। আর সেই এক্স রে-তেই ধরা পড়ে তর্জনীর হাড়ে চিড় ধরেছে শাকিবের। এর আগেও চোট সমস্যায় চলতি বিশ্বকাপে নামতে পারেননি। এবারের বিশ্বকাপে বাংলাদেশের কোনও সম্ভাবনাই নেই। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা এখনও শেষ হয়ে যায়নি বাংলার বাঘেদের। লিগ তালিকায় প্রথম আটের মধ্যে থাকলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে বাংলাদেশ।