shono
Advertisement

ODI World Cup 2023: ‘পাকিস্তানে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হয় না’, ভারতের কাছে হারের পর বলছেন আক্রম

বাবর আজমদের ফিটনেস নিয়ে চিন্তিত আক্রম।
Posted: 02:29 PM Oct 16, 2023Updated: 02:29 PM Oct 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার পরে বাবর আজমদের তীব্র সমালোচনায় পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম (Wasim Akram)। পাক দলের হারের পিছনে রয়েছে ক্রিকেটারদের হতাশাজনক ফিটনেস।  বাবর আজমদের ফিটনেস নিয়ে চিন্তান্বিত ওয়াসিম আক্রম।

Advertisement

পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ”ক্রিকেটারদের ফিটনেস নিয়ে আমি চিন্তিত। এখন কোনও ফিটনেস টেস্ট হয় না পাকিস্তানে। মিসবা উল হক যখন পাক দলের কোচ এবং নির্বাচক ছিল তখন ইয়ো ইয়ো টেস্ট এবং অন্যান্য পরীক্ষার বন্দোবস্ত রাখত। একজন পেশাদার ক্রিকেটারের উচিত মাসে অন্তত একবার যেন ফিটনেস পরীক্ষায় বসে। এই ধরনের পরীক্ষায় না বসলে এভাবেই হারতে হবে।”

[আরও পড়ুন: Cricket In Olympic Games 2028: ১২৮ বছর পর অলিম্পিকে ফিরল ক্রিকেট, ঘোষণা করল আইওসি]

ভারতের (India Cricket Team)কাছে হতাশাজনক হারের প্রসঙ্গ উত্থাপ্পন করেছেন আক্রম। ১৯৯২ সাল থেকে ৫০ ওভারের বিশ্বকাপে পাকিস্তান হেরেই চলেছে ভারতের কাছে।  আক্রম বলছেন, ”গত তিন বছরে পিসিবি-র চেয়ারম্যান হয়েছেন তিন জন। আর এর ফলে দলের সদস্য এবং ম্যানেজমেন্টের কাছে ভয়-ভীতির সঞ্চার করেছে। পরবর্তী সিরিজে তাঁরা থাকবেন কিনা, এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২ উইকেটে ১৫৪ থেকে ১৯১ রানে অল আউট খুবই হতাশাজনক।”  

[আরও পড়ুন: দুর্ব্যবহারের পর সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন লিটন, বিতর্ক কি থামবে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement