সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় এসে নাকি নিজের বিয়ের মার্কেটিং করেছেন পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam)। গলফ খেলেছেন তাঁরা। গিয়েছেন বিভিন্ন মলে।
হায়দরাবাদে পা রেখে দারুণ আতিথেয়তা পেয়েছেন তাঁরা। হায়দরাবাদি বিরিয়ানি খেয়েছেন। অথচ বাবরদের অগ্রজ আবদুল রাজ্জাক (Abdul Razzaq) বলছেন, ভারতের মাটিতে ‘স্বাধীনতা’ই নেই পাক ক্রিকেটারদের। তাই ভারতের মাটিতে পাকিস্তান ভালো খেলতে পারে না।
[আরও পড়ুন: ‘বৃথা আশা…’ সেমিতে যেতে ৬ ওভারে ৩০০ তুলতে হবে বাবরের পাকিস্তানকে!]
প্রাক্তন পাক তারকা রাজ্জাকের যুক্তি, ”ভারতে স্বাধীনতা নেই। নিরাপত্তার বেষ্টনীর মধ্যে থাকতে হয় ক্রিকেটারদের। হোটেল ছেড়ে বেরনো কঠিন। বেশিরভাগ সময় হোটেলেই কাটাতে হয় ক্রিকেটারদের। পারফর্ম করতে হলে মুক্ত মনে থাকতে হয় ক্রিকেটারদের। নইলে মাঠে নেমে ভালো খেলা সম্ভবই নয়। এত বাধা নিষেধের মধ্যে ভালো খেলা কখনওই সম্ভব নয়।”
বৃহস্পতিবার নিউজিল্যান্ড জিতে যাওয়ায় চলতি বিশ্বকাপে পাকিস্তানের আর শেষ চারে যাওয়ার সম্ভাবনাই নেই। সেমিফাইনালে পৌঁছনোর জন্য কঠিন এক সমীকরণ অপেক্ষা করছে পাকিস্তানের জন্য। শেষ চারে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে বাবরদের। চলতি বিশ্বকাপে পাকিস্তানের হতশ্রী পারফরম্যান্সের জন্য কি অজুহাত দিলেন রজ্জাক?