shono
Advertisement

ODI World Cup 2023: ওয়াংখেড়ের সেই আসনের ছবি ফের ভাইরাল, কিন্তু কেন?

ধোনির ছক্কা পড়েছিল ওয়াংখেড়ের দু’টি চেয়ারের উপর।
Posted: 03:25 PM Oct 21, 2023Updated: 03:25 PM Oct 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সেই আইকনিক ছক্কা এখনও মনে আছে ভারতের ক্রিকেটপ্রেমীদের। বারো বছর আগের এক বিশ্বকাপ ফাইনালে মহেন্দ্র সিং ধোনির বিশাল ছক্কাটা ওয়াংখেড়ে স্টেডিয়ামের (Wankhede Stadium) যেখানে আছড়ে পড়েছিল, সেই দুটো আসনের চেহারা বদলে ফেলা হয়েছে। নতুন লুকে ধরা দিয়েছে ধোনির ছক্কার স্মৃতি সম্বলিত সেই দুটো আসন।
সেই দুটো আসন নিলামে তোলা হবে বলে জানানো হয়েছিল আগেই। শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়াম আয়োজন করছে বিশ্বকাপের প্রথম ম্যাচ। ইংল্যান্ডের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের আগে মুম্বই ক্রিকেট সংস্থা ওই দুটো বিশেষ আসনের ছবি পোস্ট করেছে সোশাল মিডিয়ায়। 

Advertisement

[আরও পড়ুন: যত কাণ্ড বেঙ্গালুরুতে, ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলতেই পাক সমর্থককে বাধা দিল পুলিশ! দেখুন ভাইরাল ভিডিও]

সেই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যাচ্ছে ওই দুটি বিশেষ আসনের সামনে রাখা হয়েছে বিশ্বকাপের রেপ্লিকা। পিছনে রয়েছে ২০১১ সালের বিশ্বজয়ী ভারতীয় দলের ছবি। উল্লেখ্য, ওই দুটো আসন নিলামে তোলা হবে, তা আগেই জানানো হয়েছিল। সংগৃহীত অর্থ উদীয়মান ক্রিকেটারদের উন্নতিকল্পে ব্যবহার করা হবে।  

 

 

[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: আকাশ ছুঁয়েছে ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিটের দাম, কালোবাজারে বিকোচ্ছে কত টাকায়?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement