shono
Advertisement

Breaking News

ODI World Cup 2023: ক্রিকেটে কী এই ‘টাইমড আউট’? কোন নিয়মে প্যাভিলিয়নে ফেরেন ম্যাথিউজ ?

জেনে নিন এই নিয়ম।
Posted: 05:49 PM Nov 06, 2023Updated: 07:29 PM Nov 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ‘টাইমড আউট’ হলেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ (Angelo Mathews)। শ্রীলঙ্কার ইনিংসের ২৪.২ ওভারে সাদিরা সমরবিক্রম মহম্মদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন। শ্রীলঙ্কার রান তখন ৪ উইকেটে ১৩৫।
সমরবিক্রম ফেরার পরে নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ক্রিজে আসার পর তিনি দেখেন তাঁর হেলমেটের স্ট্র্যাপে কোনও একটা সমস্যা রয়েছে। ম্যাথিউজ ড্রেসিং রুমে ইশারা করেন নতুন হেলমেটের জন্য। নতুন হেলমেট আনতে কিছুটা দেরি হয়ে যায়। সুযোগের সদ্ব্যবহার করেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাঁদের আবেদনের প্রেক্ষিতেই অ্যাঞ্জেলো ম্যাথিউজকে টাইমড আউট দেওয়া হয়। 
টাইমড আউট বিষয়টা কী? এর আগে এভাবে কেউইআউট হননি। ক্রিকেট আইনের ৪০.১.১ ধারা অনুযায়ী, ”উইকেট পতনের পর কিংবা ব্যাটসম্যান অবসৃত হওয়ার পর নতুন ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে পরবর্তী বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। এই শর্ত পূরণ করতে না পারলে নতুন ব্যাটসম্যান আউট হবেন। সেই আউট টাইমড আউট নামে পরিচিত।” 

Advertisement

 

[আরও পড়ুন: ODI World Cup 2023: বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ‘টাইমড আউট’ ম্যাথিউজ]

তবে বিশ্বকাপে আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ৩ মিনিট নয়, ব্যাটসম্যানকে পরবর্তী বলের মুখোমুখি হওয়ার জন্য ২ মিনিটের মধ্যে প্রস্তুত থাকতে হবে। হেলমেট বদলাতে গিয়ে ম্যাথিউজ সেই সময়ের মধ্যে প্রস্তুত হতে পারেননি। ফলে আইন মেনেই তাঁকে ‘টাইমড আউট’ করা হয়। ম্যাথিউজকে দেখা যায় উত্তেজিত ভাবে আম্পায়ারদের সঙ্গে কথা বলছেন। যে হেলমেট নিয়ে এত কাণ্ড, সেই হেলমেট ছুড়ে ফেলতেও দেখা যায় ম্যাথিউজকে।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement