shono
Advertisement

Breaking News

ODI World Cup2023: ‘কোহলি স্বার্থপর’, প্রসাদের টুইট ভাইরাল সোশাল মিডিয়ায়

রইল প্রসাদের সেই টুইট।
Posted: 03:44 PM Nov 06, 2023Updated: 03:44 PM Nov 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) কি স্বার্থপর? ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শচীন তেণ্ডুলকরকে ছুঁয়েছেন কোহলি।
প্রোটিয়াদের বিরুদ্ধে কোহলির সেঞ্চুরি দেখার পরে অনেকেই মনে করছেন, ইডেনের শতরান কোহলি-সুলভ নয়। এর পরেই ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad) সেই সব নিন্দুকদের বিরুদ্ধে মুখ খুলেছেন। এক্স হ্যান্ডেলে সমালোচকদের জবাব দিয়েছেন। প্রসাদের সেই পোস্ট ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। 

Advertisement

[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: কোন তিন বিশ্বজয়ী অধিনায়কের তালিকায় নাম লেখাতে পারেন রোহিত?]

 

ভারতের প্রাক্তন বোলার প্রসাদ অবশ্য ইতিবাচক দিক থেকে কোহলিকে স্বার্থপর বলে উল্লেখ করেছেন। কী বলেছেন প্রসাদ? এক্স হ্যান্ডলে প্রসাদ লিখেছেন, ”বিরাট কোহলি নাকি স্বার্থপর, মজার মজার সব ঘটনা শুনেছি ওর স্বার্থপরতা নিয়ে। শুনেছি নিজের ব্যক্তিগত মাইলস্টোন নিয়েই কোহলি বেশি ভাবিত, বেশি চিন্তিত। হ্যাঁ, বিরাট কোহলি স্বার্থপরই। কোটি কোটি মানুষের স্বপ্নপূরণ করে চলেছে, সেই কারণেই ও স্বার্থপর। অনেককিছু অর্জনের পরও, শ্রেষ্ঠত্বের জন্য, আরও উন্নতির জন্য চেষ্টা করে চলেছে, সেই কারণেই কোহলি স্বার্থপর। সাফল্যের নতুন মাপকাঠি তৈরি করে চলেছে নিরন্তর, সেই কারণেই কোহলি স্বার্থপর। দলের জয় নিশ্চিত করছে, সেই কারণেই কোহলি স্বার্থপর। হ্যাঁ, কোহলি স্বার্থপরই।”

প্রসাদের এই পোস্ট পড়ার পরেও কেউ কি কোহলিকে স্বার্থপর বলবেন?

[আরও পড়ুন: টিম ইন্ডিয়ার সাজঘরে কীভাবে হল বিরাটের ৩৫তম জন্মদিন পালন? দেখুন ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement