কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি সানিয়ার, অস্ট্রেলীয় ওপেনের সেমিতে টেনিস সুন্দরী

01:33 PM Jan 24, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ণময় টেনিস কেরিয়ারের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন সানিয়া মির্জা (Sania Mirza)। জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যামেও খেতাব জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল। মঙ্গলবার অস্ট্রেলীয় ওপেনের সেমিফাইনালে উঠলেন তিনি। রোহন বোপান্নার (Rohan Bopanna) সঙ্গে জুটি বেঁধে শেষ চারে পৌঁছে গিয়েছেন সানিয়া। এদিনের ম্যাচে ওয়াকওভার দেন সানিয়াদের প্রতিপক্ষ। লড়াই না করেই শেষ চারে উঠে যায় সানিয়া-রোহনের জুটি। আর মাত্র দু’টি ম্যাচ জিতলেই কেরিয়ারে দ্বিতীয়বার অস্ট্রেলীয় ওপেনের (Australian Open) মিক্সড ডাবলস ট্রফি উঠবে সানিয়ার হাতে।

Advertisement

মঙ্গলবারের ম্যাচে লাটভিয়ার জেলেনা অস্তাপেঙ্কো ও স্পেনের দাভিদ ভেগার বিরুদ্ধে ম্যাচ খেলার কথা ছিল সানিয়া-রোহনের। তবে মঙ্গলবার সকালেই মহিলাদের সিঙ্গলস ম্যাচে হেরে যান জেলেনা। তারপরেই রাতের মিক্সড ডাবলস ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি। ফলে ম্যাচ না খেলেই শেষ চারে উঠে যান সানিয়ারা। আগামী বৃহস্পতিবার সেমিফাইনাল ম্যাচে নামবেন ভারতীয় জুটি। প্রসঙ্গত, সোমবার স্ট্রেট সেটে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন সানিয়ারা।

Advertising
Advertising

[আরও পড়ুন: ইতিহাস তৈরি হল ফুটবল মাঠে, প্রথমবার সাদা কার্ড দেখালেন রেফারি]

তবে মিক্সড ডাবলসে খেতাব জয়ের আশা থাকলেও সানিয়ার ডাবলস অভিযান আগেই শেষ হয়ে গিয়েছে। গত রবিবার মহিলা ডাবলসের দ্বিতীয় ম্যাচে হার মানতে হয় সানিয়া ও তাঁর সঙ্গী কাজাখস্তানের অ্যানা ড্যানিলিয়াকে। টুর্নামেন্টের অষ্টম বাছাই হিসাবে কোর্টে নামলেও হাড্ডাহাড্ডি ম্যাচে হারেন তাঁরা। প্রথম সেট হেরেও ম্যাচে ফিরে এসেছিলেন সানিয়ারা। কিন্তু নির্ণায়ক সেট টাইব্রেকারে গিয়ে হারতে হয় তাঁদের। অস্ট্রেলীয় ওপেনের একমাত্র ভারতীয় হিসাবে টিকে রয়েছে সানিয়া-বোপান্নার জুটি।

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শুরুর আগেই সানিয়া ঘোষণা করে দেন, টুর্নামেন্টের শেষেই পেশাদার টেনিস থেকে অবসর নেবেন। টেনিস জীবনে মিক্সড ডাবলসে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সানিয়া। ডাবলসেও তিনটি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে তাঁর দখলে। ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলস চ্যাম্পিয়ন হয়েছিলেন হায়দরাবাদের টেনিস সুন্দরী। কেরিয়ারের শেষ লগ্নে এসে ট্রফি নিয়ে ফিরবেন সানিয়া, এমনটাই আশা তাঁর ভক্তদের।

[আরও পড়ুন: ‘দেড়শোয় শুরু করে ঠিকই, কিন্তু গতি কমে যায় পরে’, উমরানকে খোঁচা পাক ক্রিকেটারের]

Advertisement
Next