shono
Advertisement

‘ওরা সুবিচার পাচ্ছে না’, ভিনেশ-সাক্ষীদের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কাকে পাশে পাওয়ায় কুস্তিগিরদের লড়াই আরও জোরালো হল।
Posted: 10:22 AM Apr 29, 2023Updated: 07:08 PM Apr 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের ক্রীড়াব্যক্তিত্বরা প্রতিবাদী কুস্তিগিরদের পাশে এসে দাঁড়িয়েছেন। কারা সমর্থন জানাননি? বিশ্বজয়ী ভারত অধিনায়ক কপিলদেব নিখাঞ্জ থেকে অলিম্পিক্স জ্যাভলিনে সোনা জয়ী নীরজ চোপড়া। টেনিস রানি সানিয়া মির্জ়া থেকে বিশ্ব বক্সিংয়ে সোনাজয়ী নিখাত জারিন। ভিনেশ ফোগাট, সাক্ষী মালিকরা পাশে পেয়ে গিয়েছেন দেশের ক্রীড়াজগতের তারকা ব্যক্তিত্বদের। এবার তাঁদের লড়াইকে সমর্থন জানালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)।

Advertisement

শনিবার যন্তর মন্তরে প্রতিবাদী কুস্তিগিরদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রিয়াঙ্কা। ফলে তাঁদের লড়াই আরও জোর পেয়ে গেল। প্রতিবাদী কুস্তিগিররা যন্তর মন্তরে বসে প্রতিবাদ জানাচ্ছেন। তাঁদের দাবি, জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যতক্ষণ না কোনও পদক্ষেপ করা হচ্ছে, ততদিন পর্যন্ত তাঁদের প্রতিবাদ চলবে। যদিও শুক্রবার ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দিল্লি পুলিশ। কিন্তু তবুও যে আন্দোলন প্রত্যাহার করা হবে, এমন নিশ্চয়তা নেই। 

[আরও পড়ুন: শহরে আজ কেকেআর বনাম গুজরাট, ইডেনে বাদশার নাইটদের কাঁটা সেই পুরনো নাইটরাই]

 

এই আবহেই শনিবার প্রিয়াঙ্কা গান্ধী যন্তর মন্তরে এসে উপস্থিত হন। পরে তাঁর কর্ণাটকে প্রচারে যাওয়ার কথা। ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। তার জন্যই প্রিয়াঙ্কার নির্বাচনী প্রচারে যাওয়ার কথা দক্ষিণের রাজ্যে। তার আগে অবশ্য সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটদের সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ছাড়েননি প্রিয়াঙ্কা। কংগ্রেস নেত্রী বলেন, ”এই কুস্তিগিররা যখন পদক জেতে, তখন প্রধানমন্ত্রীই গর্বিত হন,  টুইট করেন। নিজের বাড়িতে ডেকে চা খাওয়ান। আজ এই বাচ্চারাই রাস্তায় নেমেছে। ওরা সুবিচার পাচ্ছে না। অথচ সাফল্য পাওয়ার জন্য সমস্ত মহিলা কুস্তিগিররা কী প্রচণ্ড পরিশ্রমই না করেছে। একজনকে বাঁচানোর জন্য দেশের পদকধারী কুস্তিগিরদের পাশে দাঁড়াচ্ছেন না প্রধানমন্ত্রী।” এই একজন বলতে প্রিয়াঙ্কা জাতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণকে্ বোঝাতে চেয়েছেন।

প্রিয়াঙ্কা আরও জানান, দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে তাঁর কোনও প্রত্যাশাই নেই। কংগ্রেস নেত্রী বলেছেন, ”গোটা দেশ কুস্তিগিরদের পাশে এসে দাঁড়িয়েছে। কুস্তিগিররা যে এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছে, এতেই আমি গর্বিত।”

উল্লেখ্য, গত শুক্রবার কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেন ভিনেশ ফোগাট-সহ ৭ জন কুস্তিগির। অভিযোগ করলেও দিল্লি পুলিশের তরফে এফআইআর দায়ের করা হয়নি। এফআইআর দায়েরের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেন কুস্তিগিররা। এদিন শুনানি শুরুর আগেই কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কুস্তিগিরদের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করতে রাজি হয়েছে দিল্লি পুলিশ। 

[আরও পড়ুন: ব্রিজভূষণের জেল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, জানিয়ে দিলেন কুস্তিগির বজরং পুনিয়া]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement