সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদায়ের দিনও বিসিসিআইয়ের (BCCI) বৈঠকে স্বমহিমায় উপস্থিত সৌরভ গঙ্গোপাধ্যায়। জয় শাহ, রাজীব শুক্লাকে দু’পাশে রেখে বৈঠকের মধ্যমণি হয়ে বসেছিলেন তিনিই। দেখে বোঝা যায়নি, আর কিছুক্ষণ পরেই এই ভদ্রলোককে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের মসনদ ছাড়তে হবে। সৌরভ (Sourav Ganguly) এদিন বোর্ডের সভায় গেলেন, উত্তরসূরি রজার বিনিকে কাজকর্ম বুঝিয়ে দিয়ে শুভেচ্ছা জানালেন এবং সেই সঙ্গে আর একটা জল্পনাও জিইয়ে রাখলেন। তবে কি সত্যিই আইসিসির চেয়ারম্যান পদে ভারতীয় বোর্ডের তরফে প্রার্থী হবেন মহারাজ?
আইসিসির (ICC) নির্বাচনে বিসিসিআই অংশ নেবে নাকি বর্তমান চেয়ারম্যান বার্কলের উপরই ভরসা রাখা হবে? তা নিয়ে মঙ্গলবারের বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল। বোর্ডের বৈঠকের এজেন্ডায় ৮ নম্বরে রাখা হয়েছিল আইসিসির নির্বাচনের ইস্যুটি। কিন্তু বোর্ড সূত্রের যা খবর তাতে শেষপর্যন্ত এদিন সেভাবে এই ইস্যুতে আলোচনা হয়নি। ফলে আইসিসির নির্বাচনে ভারতীয় বোর্ডের তরফে সৌরভকেই প্রার্থী করা হবে নাকি আইসিসির ভোটে ভারতীয় বোর্ড অংশই নেবে না, এই সিদ্ধান্ত ঝুলেই রইল। বৈঠক শেষে সৌরভ নিজেও এ নিয়ে কিছু বলেননি। তিনি শুধু বলে গেলেন, “আমি রজার বিনিকে (Roger Binny) শুভেচ্ছা জানাই। ভারতীয় বোর্ড দারুণ লোকেদের হাতে রয়েছে। ভারতীয় ক্রিকেটও খুব শক্তিশালী। আমি সকলকে শুভেচ্ছা জানাই।”
[আরও পড়ুন: ভারতীয় বোর্ডে শেষ সৌরভ জমানা, সরকারিভাবে সভাপতি নির্বাচিত হলেন রজার বিনি]
আইসিসি চেয়ারম্যানের পদে মনোনয়ন জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা ২০ অক্টোবর। আইসিসি-র বোর্ড মিটিং ১১-১৩ নভেম্বর, মেলবোর্নে। ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত কেউ কেউ মনে করছেন, শেষমেষ যদি বিসিসিআই আইসিসির নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে সৌরভই প্রার্থী হবেন। আরও দু’জনের নাম শোনা যাচ্ছিল। নারায়ণস্বামী শ্রীনিবাসন (N Srinivasan) আর অনুরাগ ঠাকুর। তবে দু’জনের কেউই আর দৌড়ে সে ভাবে নেই। মনে করা হচ্ছিল মঙ্গলবারের বৈঠকেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে। কিন্তু সেটা হল না। উলটে পরিস্থিতি আরও খানিক ঘোরাল হয়ে গেল।
[আরও পড়ুন: রিয়ালের জোড়া ট্রফি জয়ের নায়ক বেঞ্জেমার হাতেই উঠল ব্যালন ডি’অর]
তবে মাঝখানে আরও দু’দিন সময় আছে। এর মধ্যে এ নিয়ে আলোচনা হতেই পারে। এর মধ্যে পরিস্থিতি আরও বদলে যেতে পারে। আপাতত যা পরিস্থিতি তাতে ২০ অক্টোবরের আগে সৌরভের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। তবে এদিন বোর্ডের মিটিংয়ে সৌরভের উজ্বল উপস্থিতি তাঁর আইসিসি যাওয়া নিয়ে জল্পনা বাড়িয়েছে বই কমায়নি।