shono
Advertisement

Rameshbabu Praggnanandhaa: বিশ্বকাপে ছেলে প্রজ্ঞানন্দের দাপট দেখে অঝোরে কেঁদে ফেললেন গর্বিত মা নাগালক্ষ্মী

এগিয়ে চলেছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ।
Posted: 11:17 AM Aug 20, 2023Updated: 08:33 PM Aug 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলের সাফল্যে অবিভাবকদের গর্বিত হওয়ার অনেক উদাহরণ আছে। তেমন এক ছবি দেখা গেল ফের একবার। চলতি দাবা বিশ্বকাপের (Chess World Cup) সেমিফাইনালে উঠলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ (Rameshbabu Praggnanandhaa)। স্বদেশীয় অর্জুন এরিগাইসির (Arjun Erigaisi) বিরুদ্ধে জয় ছিনিয়ে নেন ১৮ বছরের তারকা। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়ে দেন অর্জুনকে হারিয়ে দেন প্রজ্ঞনন্দ। একইসঙ্গে বিশ্বনাথ আনন্দের (Viswanathan Anand) পর দ্বিতীয় ভারতীয় হিসেবে দাবা বিশ্বকাপের (Chess) শেষ চারে পৌঁছানোর নজির গড়লেন। বিশ্বমঞ্চে ছেলের সাফল্য দেখে চোখের জল আর ধরে রাখতে পারেননি প্রজ্ঞার মা নাগালক্ষ্মী। জনসমক্ষে কেঁদে ফেলেন তিনি। সোশ্যাল মিডিয়ার যুগে সেই ছবি ভাইরাল হতে সময় লাগেনি।

Advertisement

আর আগেও প্রজ্ঞা একাধিক সাফল্য পেয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছেন। তাঁর কাছে হার মেনেছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন আনন্দ। তখন কিন্তু এভাবে সর্বসমক্ষে কেঁদে ফেলেননি প্রজ্ঞার মা। তবে এবার আর নিজের আবেগকে আটকে রাখতে পারলেন না। নাগালক্ষ্মী বলছিলেন, “প্রজ্ঞা এবার বিশ্বকাপ খেলতে আসার আগে অসুস্থ ছিল। সেইজন্য নিজের পারফরম্যান্স নিয়ে ওর মনের মধ্যে ছিল আশঙ্কা। তবে সবাইকে চুপ করিয়ে সেমিফাইনালে চলে গেল প্রজ্ঞা। ছেলের জয় খুব কাছ থেকে দেখার পর নিজের চোখের জল আর ধরে রাখতে পারলাম না।”

[আরও পড়ুন: মার্কিন মুলুকে মেসি ম্যাজিক, ইন্টার মায়ামির জার্সিতে প্রথম ট্রফিজয় লিওর]

 

ভারতের চার দাবাড়ু প্রথমবার বিশ্বকাপের মঞ্চে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। সেমিফাইনালে ওঠার পর প্রজ্ঞানন্দ বলেন, “আমি খুশি। কখনওই আশা করিনি যে এত সহজে জয় আসবে। আমরা কঠিন লড়াই করছিলাম। সাদা ঘুঁটি নিয়ে ঠিকভাবে চাল চালতে পারছিলাম না। অন্তত আমি তো পারছিলাম না। অর্জুন কালো ও সাদা ঘুঁটি দুটোতেই দুর্দান্ত পারফর্ম করে। বিশেষ করে কালো ঘুঁটিতে। প্রতিপক্ষ কে আছে, তা ভাবতে চাইনি। নিজের খেলাতে মন দিতে চেয়েছিলাম।”

শেষ চারে প্রজ্ঞানন্দর প্রতিপক্ষ হতে চলেছেন আমেরিকার ফ্যাবিয়ানো কারুয়ানা। ফাইনালে উঠতে পারলে ২০২৪ সালে আয়োজিত ক্যান্ডিডেট টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পাবেন প্রজ্ঞনন্দ। উল্লেখ্য, গত মাসে হাঙ্গেরিতে সুপার জিএম দাবা প্রতিযোগিতায় জিতেছিলেন ভারতীয় গ্র্যান্ড মাস্টার প্রজ্ঞানন্দ।

[আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়, অলিম্পিকের টিকিট পেয়ে গেলেন বাংলার মেহুলি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement