সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স নিতান্তই একটা সংখ্যামাত্র। ভারতের রোহন বোপন্না (Rohan Bopanna) কেরিয়ারের সায়াহ্নে পৌঁছে সেই আপ্তবাক্যটাই প্রমাণ করলেন। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের বিজয়কেতন উড়ল। কেরিয়ারের শেষলগ্নে এসে প্রথম গ্র্যান্ড স্ল্যাম (পুরুষ ডাবলস) জিতে নিলেন ভারতের রোহন বোপান্না। শনিবার ম্যাথু এবডেনকে সঙ্গে নিয়ে ইতিহাস গড়লেন তিনি। অস্ট্রেলিয়ায় জিতে ওপেন যুগে বয়স্কতম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জয়ের নজির গড়লেন রোহন বোপান্না। ফাইনালে বোপন্না-এবডেন ৭-৬ (৭-০), ৭-৫-এ ইটালিয়ান জুটি সিমোনে বোলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসোরিকে হারিয়ে খেতাব জিতে নেন।
গত কয়েকটা দিন স্বপ্নের মতো গিয়েছে বোপন্নার। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল পৌঁছে ইতিহাস গড়েছিলেন। সবচেয়ে বেশি বয়সে ডাবলসে বিশ্বের এক নম্বর হওয়ার রেকর্ড ঝুলিতে ভরে ফেলেছিলেন তিনি। তার পরই পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন ৪৩ বছরের তারকা। আর শনিবার তো খেতাবই জিতে নিলেন। বোপন্না বুঝিয়ে দিলেন হাল ছাড়লে চলবে না। বারংবার চেষ্টা করে গিয়েছেন। সাফল্যের দরজা খুলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়া তাঁকে খালি হাতে ফেরায়নি।
[আরও পড়ুন: কুয়াদ্রাতের যুদ্ধ জয়ের অপেক্ষায় ভাই জোয়ান, স্পেনে বসেই বুনছেন স্বপ্নের লাল-হলুদ জাল]
এর আগে ২০১০ এবং ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে পৌঁছেছিলেন ভারতের টেনিস তারকা। কিন্তু খেতাব ঘরে আনতে পারেননি। ডাবলসে এটাই প্রথম ট্রফি বোপান্নার। ২০১৭ সালে (ফরাসি ওপেন) মিক্সড ডাবলস জেতেন তিনি। এদিন উইনিং শটটা মারার পরে বোপন্নার শরীরী ভাষা বলে দিচ্ছিল সব। দেখা গেল চেস্ট বাম্প। চ্যাম্পিয়ন হওয়ার সপ্তম স্বর্গে বিচরণ করলেন রোহন বোপন্না। এই দিনটারই বোধহয় অপেক্ষায় ছিলেন তিনি। বোপন্নাকে বলতে শোনা গিয়েছে, ”টেনিস খেলছি, এটাই সুখকর মুহূর্ত। যন্ত্রণা-চোটহীন অবস্থায় খেলতে পেরেছি এটাও দারুণ ব্যাপার। বিশ্বের একনম্বর হিসেবে খেলেছি এও আনন্দের মুহূর্ত। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। আজ আমি যেখানে, তার জন্য গর্বিত।”