shono
Advertisement

মুম্বইয়ের জার্সিতে ২০০-তম ম্যাচ রোহিতের, বিশেষ পুরস্কার দিলেন মাস্টার ব্লাস্টার

কী সেই পুরস্কার?
Posted: 07:08 PM Mar 27, 2024Updated: 10:49 PM Mar 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জার্সিতে ২০০ নম্বর ম্যাচ রোহিত শর্মার (Rohit Sharma)। সেই ঐতিহাসিক মুহূর্ত স্মরণীয় করে রাখার জন্য খোদ শচীন রেমশ তেণ্ডুলকর হিটম্যানের হাতে তুলে দিলেন ২০০ লেখা জার্সি। 
মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ফুল ফুটিয়েছেন রোহিত। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে যা ধরেছেন, তাতেই সোনা ফলিয়েছেন। সেই রোহিত উপ্পলে মাইলস্টোনের ম্যাচে নামছেন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।

Advertisement


মুম্বই ইন্ডিয়ান্সের আগে রোহিত খেলতেন ডেকান চার্জার্সে। নিলামে তাঁকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় তুলে নেয় মুম্বই। ১৯৯ ম্যাচে রোহিতের রান ৫০৮৪। এদিন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ইতিহাসের পাতায় ঢুকে পড়লেন রোহিত । একটি দলের হয়ে আইপিএলে তাঁর থেকে বেশি ম্যাচ খেলার কৃতিত্ব শুধু রয়েছে বিরাট কোহলি (২৩৯) ও মহেন্দ্র সিং ধোনির (২২২)। 

[আরও পড়ুন: ‘ফেডারেশনেও থাকবে না, লোকসভার টিকিটও পাবে না’, ফের তোপের মুখে কল্যাণ চৌবে]

অধিনায়কের আর্মব্যান্ড হাতে রোহিত অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি করে তুলেছেন মুম্বইকে। যদিও এবার তাঁর হাতে নেতৃত্বের আর্মব্যান্ড নেই। হার্দিক পাণ্ডিয়ার হাতে উঠেছে দলের রিমোট কন্ট্রোল।

প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্স হার মেনেছে গুজরাট টাইটান্সের কাছে। প্রথম ম্যাচে ব্যাপক দর্শক বিদ্রুপের সম্মুখীন হতে হয়েছিল হার্দিক পাণ্ডিয়াকে। আজ রোহিতের মাইলফলকের ম্যাচ। সেই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স কী করে সেটাই দেখার। 

[আরও পড়ুন: ফের ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজের জল্পনা, আয়োজনে আগ্রহ দেখাল মহাশক্তিধর দেশ]

 

 

 
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement