shono
Advertisement

ঋদ্ধির মতোই অভিমানে বাংলা ছাড়লেন, কেরলের ক্লাবে যোগ দিয়ে বিস্ফোরক সন্দীপ নন্দী

কেরলের কোন ক্লাবের দায়িত্ব নিলেন সন্দীপ?
Posted: 04:43 PM Feb 13, 2024Updated: 06:18 PM Feb 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় নিঃশব্দেই বাংলা ছেড়ে কেরলে চলে গেলেন জাতীয় দলের প্রাক্তন গোলকিপার সন্দীপ নন্দী (Sandip Nandy)।গোকুলম কেরল (Gokulam Kerala) তাঁর নতুন ঠিকানা। 
একসময়ে আইএসএলে কেরল ব্লাস্টার্সের হয়ে খেলেছেন বঙ্গতনয়। এবার কেরলের ক্লাবের গোলকিপিং কোচ হয়েছেন তিনি। কেরলের দুই ক্লাবে দুই ভিন্ন ভূমিকায় বাংলার গোলকিপার। অভিমানী সন্দীপ বলছেন, ”ঋদ্ধিমান সাহা বাংলা ছেড়ে চলে গিয়েছেন। আমিও বাংলা ছাড়লাম। কেরল এখন থেকে আমার সেকেন্ড হোম।” 

Advertisement

[আরও পড়ুন: ‘বউদি তুমি মোটা!’ কটাক্ষ শুনতেই চটে লাল বুমরাহর স্ত্রী]

যুদ্ধকালীন তৎপরতায় গোকুলম কেরলের গোলকিপিং কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। ৯ ফেব্রুয়ারি আই লিগে ইন্টার কাশীর বিরুদ্ধে ম্যাচটি গোকুলম কেরল জেতে ৪-২ গোলে। কল্যাণীতেই দলের সঙ্গে যোগ দিয়েছিলেন সন্দীপ। পরের দিনই কেরলে চলে যান পাঁচবারের ভারতসেরা গোলকিপার।
সোমবার আই লিগে শিলং লাজংকে ০-২ গোলে হারিয়েছে গোকুলম কেরল। তার পর থেকেই গোকুলম কেরলের কর্তাব্যক্তিরা সন্দীপকে ‘লাকি চার্ম’ বলছেন। সন্দীপ বলছেন, ”ফুটবলজীবনের অধিকাংশ সময়টাই বাইরে খেলেছি। নিজের ফুটবলজীবন থেকে প্রেরণা নিই।”
আইএসএলের ক্লাব নর্থইস্ট ইউনাইটেডের গোলকিপিং কোচ হিসেবে কাজ করেছেন বাংলার গোলকিপার। মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার হয়ে সন্দীপ এখন গোকুলম কেরলে। বাংলা ছেড়ে কেরলে কেন? সন্দীপ বলছেন, ”জীবনের সবক্ষেত্রেই লড়াই রয়েছে। কোচিং জীবনে আমি এখন স্ট্রাগল করছি।” একসময়ে বারের নীচে দাঁড়িয়ে প্রতিপক্ষের মুখের গ্রাস কেড়ে নিয়েছিলেন। এবার শিষ্যদের গোলকিপিংয়ের পাঠ দেবেন বহুযুদ্ধের সৈনিক। ফুটবলার জীবনে ভিনরাজ্যের ক্লাবের হয়ে ভারতসেরা হয়েছিলেন। এবার কোচ হিসেবে সাফল্যের শৃঙ্গে পৌঁছতে চান ইস্ট-মোহনে খেলা গোলকিপার। 

[আরও পড়ুন: ‘বউদি তুমি মোটা!’ কটাক্ষ শুনতেই চটে লাল বুমরাহর স্ত্রী]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement