সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইস্টবেঙ্গলের (East Bengal) পথে সল ক্রেসপো (Saul Crespo)। সব ঠিকঠাক চললে, লাল-হলুদ জার্সি পরেই নতুন মরশুমে খেলতে দেখা যাবে তাঁকে।
গত আইএসএলে ওড়িশা এফসির হয়ে খেলেছিলেন সল ক্রেসপো। তখন অবশ্য ওড়িশার কোচ ছিলেন জোসেপ গাম্বাউ। মাঝমাঠের খেলোয়াড় স্প্যানিশ ক্রেসপো। ওড়িশা এফসি-র তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হয়েছে, সল ক্রেসপোকে ছেড়ে দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: ‘গম্ভীর চলে যাওয়ার পরে একঘরে হয়ে গিয়েছিলাম’, কেকেআরকে তোপ উথাপ্পার]
নতুন মরশুমের জন্য দলগঠন জোর কদমে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। কার্লেস কুয়াদ্রাতের পছন্দমতোই দল সাজাচ্ছে ইমামি ইস্টবেঙ্গল। গত মরশুমের সফল ফুটবলার ক্লেটন সিলভাকে রেখে দিয়েছে লাল-হলুদ। হয়াদরাবাদ এফসি থেকে সিভেরিও এবং বোরজা হেরেরাকে আনা হয়েছে কলকাতার ক্লাবে। সব ঠিকঠাক থাকলে কুয়াদ্রাতের সংসারে আসতে চলেছেন সল ক্রেসপো।
উল্লেখ্য, ওড়িশা এফসি সল ক্রেসপো, রেনিয়ার ও ধনচন্দ্র মিতেইকে ছেড়ে দেওয়ার ঘোষণা করেছে।
[আরও পড়ুন: মাঝরাতে বাইকে বেপরোয়া বাবর, পন্থের দুর্ঘটনায় শিক্ষা হয়নি! কটাক্ষ নেটিজেনদের]