shono
Advertisement

Breaking News

দল গোছাচ্ছে লাল-হলুদ, ওড়িশা থেকে ইস্টবেঙ্গলের পথে সল ক্রেসপো

সল ক্রেসপোকে ছেড়ে দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ায় জানাল ওড়িশা।
Posted: 07:07 PM May 25, 2023Updated: 07:07 PM May 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইস্টবেঙ্গলের (East Bengal) পথে সল ক্রেসপো (Saul Crespo)। সব ঠিকঠাক চললে, লাল-হলুদ জার্সি পরেই নতুন মরশুমে খেলতে দেখা যাবে তাঁকে।

Advertisement

গত আইএসএলে ওড়িশা এফসির হয়ে খেলেছিলেন সল ক্রেসপো। তখন অবশ্য ওড়িশার কোচ ছিলেন জোসেপ গাম্বাউ। মাঝমাঠের খেলোয়াড় স্প্যানিশ ক্রেসপো। ওড়িশা এফসি-র তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হয়েছে, সল ক্রেসপোকে ছেড়ে দেওয়া হয়েছে। 

[আরও পড়ুন: ‘গম্ভীর চলে যাওয়ার পরে একঘরে হয়ে গিয়েছিলাম’, কেকেআরকে তোপ উথাপ্পার]

 

নতুন মরশুমের জন্য দলগঠন জোর কদমে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। কার্লেস কুয়াদ্রাতের পছন্দমতোই দল সাজাচ্ছে ইমামি ইস্টবেঙ্গল। গত মরশুমের সফল ফুটবলার ক্লেটন সিলভাকে রেখে দিয়েছে লাল-হলুদ। হয়াদরাবাদ এফসি থেকে সিভেরিও এবং বোরজা হেরেরাকে আনা হয়েছে কলকাতার ক্লাবে। সব ঠিকঠাক থাকলে কুয়াদ্রাতের সংসারে আসতে চলেছেন সল ক্রেসপো।

 

উল্লেখ্য, ওড়িশা এফসি সল ক্রেসপো, রেনিয়ার ও ধনচন্দ্র মিতেইকে ছেড়ে দেওয়ার ঘোষণা করেছে। 

[আরও পড়ুন: মাঝরাতে বাইকে বেপরোয়া বাবর, পন্থের দুর্ঘটনায় শিক্ষা হয়নি! কটাক্ষ নেটিজেনদের]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement