সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ অনেকসময়ই টুইটারে মজাদার টুইট করে থাকেন। তাঁর রসিকতা থেকে ছাড় পান প্রাক্তন সতীর্থরাও। কিন্তু দেশের ব্যাপারে কখনই কোনও বিরূপ মন্তব্য পছন্দ করেন না বীরু। যার প্রমাণ পাওয়া গিয়েছিল অলিম্পিক চলাকালীন ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গ্যানের সঙ্গে নজফগড়ের নবাবের টুইট কথোপকথন থেকে। এবার বীরুর রোষানলে এক ভারতীয় যুবক। রবিবার কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ দুই ভারতীয় জওয়ানকে শ্রদ্ধা জানিয়েছিলেন বীরু। কিন্তু ওই যুবক তাতে কুরুচিকর মন্তব্য করেন। শেহবাগ অবশ্য নিজস্ব ভঙ্গিতেই তাঁকে পাল্টা জবাব দেন।
(কাশ্মীরে গুলির লড়াই, নিকেশ চার জঙ্গি)
কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত দুই জওয়ানের উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে শেহবাগ লিখেছিলেন, ‘কুলগাঁওতে শহিদ সেনা জওয়ান ভান্দোরিয়া গোপাল সিং এবং রঘুবীর সিং-কে আমার নমস্কার।’ এর পরেই ওই যুবক বীরুর টুইটের জবাবে পাল্টা টুইট করেন। লেখেন, ‘বীরেন্দ্র শেহবাগ ওঁরা শুধু পেলেটের (ছররা বন্দুক) ভাষা বোঝে।’
@virendersehwag they only understand the language of pellets!
— Rahul Anand (@Redundant_Link) 12 February 2017
@Redundant_Link @virendersehwag And those two bastards of bullets…
— MUHAMMAD UMAIR (@MUKashmiri) 12 February 2017
তবে চুপ ছিলেন না বীরু। ফের একবার টুইট করে যোগ্য জবাব দেন তিনি। লেখেন, ‘তোমাকে ব্যাখ্যা করার মতো অভিধানে কোনও শব্দ নেই। তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো, এই প্রার্থনা করি।’
The post শহিদ জওয়ানদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, পালটা জবাব দিলেন শেহবাগ appeared first on Sangbad Pratidin.