shono
Advertisement

আরও একটা ৮০+ ইনিংস, দ্বাদশের বোর্ড পরীক্ষায় দুর্দান্ত ফল শেফালি ভর্মার

মার্কশিটের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক।
Posted: 05:05 PM May 14, 2023Updated: 05:17 PM May 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর নেতৃত্বেই ইতিহাস গড়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। প্রথমবার মহিলা ক্রিকেটে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (Under 19 Women’s World Cup) জিতেছে ভারত। সেই দলের অধিনায়ক শেফালি ভর্মা (Shafali Verma)। খেলার মাঠে আগ্রাসী ব্যাটিংয়ের জন্য তাঁকে একডাকে সকলেই চেনেন। তবে এবার অন্য ময়দানে দেখা গেল তাঁকে। বাইশ গজ ছেড়ে বোর্ড পরীক্ষায় (CBSE 12) বসেছিলেন শেফালি। সেই পরীক্ষার ফল পেয়ে বেজায় খুশি দিল্লি ক্যাপিটালসের এই ব্যাটার।

Advertisement

২০২৩ সালের শুরুতেই ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জেতে ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দল। তারপর দেশে ফিরেই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসতে হয় শেফালিকে। খেলার কারণে পড়াশোনার সুযোগ সেভাবে পান না। তবে সামান্য প্রস্তুতি নিয়েই পরীক্ষায় বসতে হয়েছিল শেফালিকে। তাতেই বাজিমাত। ৮০ শতাংশেরও বেশি নম্বর পেয়ে সিবিএসই দ্বাদশের পরীক্ষায় পাস করেছেন তিনি। 

[আরও পড়ুন: ধোপে টিকল না কংগ্রেসের আপত্তি, CBI প্রধানের পদে ‘বিজেপি ঘনিষ্ঠ’ IPSই]

স্কুলজীবনের শেষ পরীক্ষায় ভাল ফল করে উচ্ছ্বসিত এই ব্যাটার। মার্কশিট নিয়ে হাসিমুখে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন। দেখা যাচ্ছে, ইংরাজিতে ৯৩ পেয়েছেন শেফালি। ছবি পোস্ট করে তিনি লেখেন, “২০২৩ সালে আরও একটা ৮০+ ইনিংস খেলেছি, তবে সেটা দ্বাদশ শ্রেণির পরীক্ষায়। এমন ফলাফল দেখে আমি খুবই খুশি। তবে এবার নিজের সর্বস্ব উজাড় করে দেব আমার প্রিয় বিষয় ক্রিকেটকে।” প্রসঙ্গত, দ্বাদশ শ্রেণির পরীক্ষার পরেই দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে মহিলাদের আইপিএল খেলতে নেমেছিলেন শেফালি।

প্রসঙ্গত, মেধাতালিকা ছাড়াই শুক্রবার প্রকাশিত হয় এ বছরের সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল। পাশের হার ৮৭ শতাংশ। সিবিএসই বোর্ডে দ্বাদশ শ্রেণিতে ১৬ লক্ষ পড়ুয়া পরীক্ষা দিয়েছিল। পাশ করেছে ৮৭ শতাংশ, যা গত বছরের তুলনায় কম। দেখা গিয়েছে, ৯৫ শতাংশের বেশি নম্বর পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ২২ হাজার। ১.১২ লক্ষ পডুয়ার স্কোর ৯০ শতাংশের বেশি। বোর্ডের তথ্য অনুযায়ী, ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফলাফল ভাল। ছাত্রদের তুলনায় ৬ শতাংশ পাশের হার বেশি ছাত্রীদের।

[আরও পড়ুন: ‘অভিষেকের গ্রেপ্তারি শুধু সময়ের অপেক্ষা’, বিস্ফোরক দাবি সুকান্তর, পালটা জবাব তৃণমূলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement