সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার দিল্লির বিরুদ্ধে ম্যাচ শুরুর পর থেকেই তাঁর আচমকা অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছিল, শনিবারের ম্যাচের পর আচমকা আইপিএলকেও বিদায় জানাতে পারেন মহেন্দ্র সিং ধোনি। সেই জল্পনার মধ্যেই দিল্লির বিরুদ্ধে একপ্রকার অসহ্য রকমের মন্থর ব্যাটিং করেছেন মাহি। সেই ইনিংসের পর তাঁর অবসর জল্পনা আরও বাড়ছিল। তবে চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং একপ্রকার যাবতীয় গুঞ্জনে ইতি টেনে দিলেন। ফ্লেমিং স্পষ্ট করে দিলেন, ধোনি এখনও খেলা চালিয়ে যেতে সক্ষম।
শনিবার দিল্লির বিরুদ্ধে চেন্নাই ইনিংসের এগারো নম্বর ওভার চলাকালীন মাঠে নেমেছিলেন ধোনি। তিনি যখন ১৮৪ তাড়া করতে নামেন, চেন্নাই তখন ৭৪-৫। রবীন্দ্র জাদেজাও আউট হয়ে ফিরে গিয়েছেন। মোটামুটি তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল যে, দিল্লি ম্যাচ আর জিতছে না চেন্নাই। কিন্তু তার পরেও যে ধোনি ছিলেন। যতই তেতাল্লিশ বছর বয়স হয়ে যাক তাঁর, তিনি মাঠে থাকা মানে আজও জীবিত থাকে অসম্ভবের আশা। কিন্তু সে আশারও ‘এক্সপায়ারি ডেট’ থাকে।
শনিবার ২৬ বলে অপরাজিত ৩০ রানের যে ইনিংসটা ধোনি খেললেন, সেটা নিঃসন্দেহে তাঁর আইপিএল কেরিয়ারের জঘন্যতম ইনিংসগুলির একটি। গোটা ইনিংসে মাত্র একটা বাউন্ডারি আর একটা ওভার বাউন্ডারি মারলেন ধোনি। স্ট্রাইক রেট ১১৫। প্রথম বাউন্ডারি মারতে তিনি সময় নিলেন ১৯টি বল। এ বছরের আইপিএলে আর কোনও ক্রিকেটার ব্যাট করতে নেমে এতগুলি বল খরচ করেননি প্রথম চার বা ছয় মারতে।
তবে এত কিছুর পরও এখনই ধোনি অবসর নিচ্ছেন না। অন্তত সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিংয়ের তেমনটাই দাবি। তিনি বলছেন, "ধোনির অবসর নিয়ে জল্পনায় ইতি টানা আমার কাজ নয়। ও এখনও ভীষণ সক্ষম। আমি ওর সঙ্গে কাজ করাটা উপভোগ করছি। ওর অবসর নিয়ে আমি কিছু জানিও না, ভাবিও না, আপনারাই যত প্রশ্ন করেন।"