সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেদিন একটুর জন্য অভিনব বিন্দ্রা জীবনে শেষ ওলিম্পিকে পদক হাতছাড়া করলেন, সেদিনই ভারতীয় অ্যাথলিটদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন লেখিকা শোভা দে৷ রিওতে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্সে হতাশা জানিয়ে তাঁর বক্তব্য, অ্যাথলিটদের দায়িত্ব শুধু রিওতে যাও, সেলফি তোলো আর খালি হাতে ফিরে আসা৷
দুঃখজনকভাবে এবারের ওলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের ব্যর্থতা জারি৷ সানিয়া মির্জা, লিয়েন্ডার পেজ থেকে শুরু করে অভিনব বিন্দ্রা, গগন নারাং- সকলেই পদকজয়ে ব্যর্থ হয়েছেন৷ আশার আলো বলতে একমাত্র দীপা কর্মকার৷ এই প্রেক্ষিতেই টুইটটি করেন শোভা৷ তাঁর মতে ওলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের পাঠানো স্রেফ সময় ও অর্থের অপচয়৷
তাঁর এই অপমানজনক মন্তব্যের প্রতিবাদ করেন ভারতীয় শুটার অভিনব বিন্দ্রা৷ ২০০৮ বেজিং ওলিম্পিকে সোনাজয়ী অ্যাথলিট জানান, শোভার উচিত ভারতীয় অ্যাথলিটদের সম্মান করা৷ কেননা গোটা দুনিয়ার বিরুদ্ধে তাঁরা তাঁদের মানবীয় উৎকর্ষতা তুলে দিচ্ছে৷ অত্যন্ত বিনয়ের সঙ্গে করা বিন্দ্রার এ প্রতিবাদে যোগ দেন একাধিক নেটদুনিয়ার মানুষ৷
ঠিক এ প্রসঙ্গে না হলেও ওলিম্পিকে ভারতীয়দের ব্যর্থতা নিয়ে টুইটারে মুখ খোলেন শচীন তেল্ডুলকরও৷ রিও ওলিম্পিকে ভারতের শুভেচ্ছাদূত জানান, কঠোর চেষ্টা সত্ত্বেও পদক জিততে না পারাটা দুর্ভাগ্যজনক৷ অভিনব বিন্দ্রাকে উল্লেখ করে তিনি বলেন, দেশের জন্য তিনি যা করেছেন, যা অর্জন করেছেন সে কারণে দেশবাসী গর্বিত৷
তবে নেটিজেনরা অবশ্য শোভাকে ছেড়ে কথা বলেননি৷ অনেকেই ব্যক্তি আক্রমণের পথে গিয়ে প্রশ্ন তুলেছেন, ভারতীয় অ্যাথলিটদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার মতো যোগ্যতা শোভা দে-র আছে তো!