রাজর্ষি গঙ্গোপাধ্যায়: যুবভারতীতে ভাঙচুর কাণ্ডে তাঁকে মাঠে দেখাই যায়নি। তবুও জনরোষ আছড়ে পড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপর। নেটদুনিয়ায় কুৎসা ছড়ানো হচ্ছে প্রাক্তন বিসিসিআই সভাপতির নামে। এবার এক ফ্যান ক্লাব কর্তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন সৌরভ। কলকাতা পুলিশের সাইবার সেলে সৌরভ জানিয়েছেন, ওই কর্তা আপত্তিকর মন্তব্য করেছেন তাঁর বিরুদ্ধে।
গত ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির উপস্থিতি ঘিরে একের পর এক ঘটনা ঘটেছে। মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়ামে ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। ওইদিন মেসির সঙ্গে সৌরভেরও মাঠে থাকার কথা ছিল। সৌরভ মাঠে এসেছিলেন ঠিকই। কিন্তু বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। দর্শকদের বিশৃঙ্খলা ও বোতলবৃষ্টির মধ্যে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। তা সত্ত্বেও আর্জেন্টিনা ফ্যান ক্লাবের প্রধান উত্তম সাহা একের পর এক অবমাননাকর মন্তব্য করেছেন সৌরভের বিরুদ্ধে।
একটি সাক্ষাৎকারে উত্তম নামে ওই ব্যক্তি একাধিক অভিযোগ করেছেন সিএবি প্রেসিডেন্টের বিরুদ্ধে। যার অনেকটাই ভিত্তিহীন ব্যক্তিগত আক্রমণ। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে তোপ দেগে উত্তম বলেন, "মেসির সফরের নেপথ্যে সৌরভই রয়েছেন। কিন্তু মূল উদ্যোক্তা হিসাবে সামনে শিখণ্ডী খাড়া করা হয়েছে শতদ্রু দত্তকে।" উল্লেখ্য, যুবভারতীতে ভাঙচুরের দিনই শতদ্রু গ্রেপ্তার হন। পরদিন প্রকাশ্য আসে উত্তমের এই মন্তব্য।
কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে সৌরভ জানিয়েছেন, মিথ্যা, বিদ্বেষপূর্ণ, আপত্তিকর এবং মানহানিকর মন্তব্য করেছেন ওই ফ্যান ক্লাবের কর্তা। এই মন্তব্যের জেরে মানসিক শান্তি এবং সুনাম হারাচ্ছেন সৌরভ। সেকারণেই অভিযোগ জানানোর পাশাপাশি উত্তম সাহার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়ে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন সৌরভ। তিনি আরও জানিয়েছেন, সরকারি অতিথি হিসাবে মেসির অনুষ্ঠানে গিয়েছিলেন, এছাড়া অন্য কোনওভাবে মেসির সফরের সঙ্গে তাঁর যোগ নেই। উল্লেখ্য, অভিযুক্ত উত্তম সাহা একজন সক্রিয় বিজেপি কর্মী। অতীতে জেলও খেটেছেন।
