সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ভক্তদের হৃদয়ের কিং। খেলার মাঠ কাঁপানোর ফাঁকেই মাঝেমাঝে চলে যান আধ্যাত্মিকতার দুনিয়ায়। সেই বিরাট কোহলিই কিনা ধাক্কা মারলেন বিশেষ চাহিদাসম্পন্ন ভক্তকে! ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরে এক বিশেষভাবে সক্ষম ভক্ত বিরাটের সঙ্গে সেলফি তুলতে চাইছিলেন। কিন্তু তাঁকে সরিয়ে দেওয়া হয়।
সদ্যসমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজে স্বপ্নের ফর্মে ছিলেন বিরাট। রাঁচিতে ১৩৫, রায়পুরে ১০২, বিশাখাপত্তনমে অপরাজিত ৬৫ রানের সৌজন্যে প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি ওয়ানডেতে তাঁর রান ৩০২। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হতেই ভারত ছেড়েছিলেন কিং কোহলি। রবিবার ভারতে ফেরেন বিরাট। স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা যায় তাঁকে।
মঙ্গলবার বিরুষ্কাকে দেখা যায় বৃন্দাবনে। প্রেমানন্দ মহারাজের আশ্রমে গিয়েছিলেন তাঁরা। মহারাজের সঙ্গে একান্তিক বার্তালাপ করছেন তারকা দম্পতি, সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। মহারাজের বার্তা, “নিজের কাজকে ভগবানের সেবা মনে করো। আর খুব নাম জপ করো।” প্রেমানন্দ মহারাজের আশ্রম থেকেই সম্ভবত লন্ডনে ফিরছিলেন বিরাট। সেসময়েই বিমানবন্দরে বিতর্কিত ঘটনাটি ঘটে। সেই ভিডিও হু হু করে ছড়িয়েছে নেটদুনিয়ায়।
অনেকেই তোপ দাগেন বিরাটকে। নেটিজেনদের একাংশের দাবি, বিশেষভাবে সক্ষম ভক্তকে দেখেও অগ্রাহ্য করেছেন বিরাট। সেটা উচিত হয়নি। কারোর দাবি, ওই ভক্তকে ধাক্কা মেরেছেন কিং কোহলি। কেউ বা প্রশ্ন তুলেছেন, প্রেমানন্দ মহারাজের আশ্রমে আধ্যাত্মিক হওয়ার পাঠ নিচ্ছেন। কিন্তু বাস্তবে এহেন রুক্ষ আচরণ কেন? তবে কোহলিভক্তদের পালটা জবাব, বিরাট মোটেই ধাক্কা দেননি। ওই ভক্তকে সরিয়ে দিয়েছেন নিরাপত্তারক্ষীরা। সব মিলিয়ে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন তারকা ক্রিকেটার।
