shono
Advertisement
India vs South Africa T20I

যোগীরাজ্যে দূষণের বলি ক্রিকেট, দায় কার? প্রশ্নের মুখে বিসিসিআইয়ের ভূমিকা

৪১১ 'এয়ার কোয়ালিটি ইনডেক্সে' খেলার পরিকল্পনা কার?
Published By: Subhajit MandalPosted: 09:33 AM Dec 18, 2025Updated: 01:25 PM Dec 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফ্রিকার বিরুদ্ধে বুধবার সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি (India vs South Africa T20I) জিতলেই ভারত সিরিজ পকেটস্থ করে ফেলতে পারত। কিন্তু সে সব দূরস্থান। যোগীরজ্যে বুধবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটাই হল না! না, বৃষ্টি-বাদলা ইত্যাদি নয়। লখনউয়ের একানা স্টেডিয়ামে এ দিন খেলা না হওয়ার একমাত্র কারণ-অত্যধিক বায়ুদূষণ এবং সেই কারণে সৃষ্ট গভীর কুয়াশা!

Advertisement

প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতির দায় কার? এ কথা ঠিক যে লখনউয়ে বাতাসের এই হালের জন্য রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন দায়ী। কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠছে, এই সময় লখনউ তথা উত্তর ভারতে দূষণের কী হাল হয় সেটা তো আগে থেকেই জানা ছিল, তাহলে কেন এই সময় লখনউয়ে ম্যাচ রাখা হল? ভাবাই যাচ্ছে না, যে রাজ্যে এই মুহূর্তে 'এয়ার কোয়ালিটি ইনডেক্স' ৪১১, সেখানে কি না ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি যুদ্ধ মঞ্চস্থ করার চেষ্টা হয়েছিল। ৪১১ 'এয়ার কোয়ালিটি ইনডেক্স' অতীব ভয়ঙ্কর শুধু নয়, রীতিমতো ক্ষতিকারক।

বুধবার সন্ধে সাতটা থেকে চতুর্থ টি-টোয়েন্টি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই জানাজানি হয় যে, অত্যধিক বায়ুদূষণে সৃষ্ট কুয়াশার কারণে পিছিয়ে যাচ্ছে টস। সেই সময় অবস্থা এতটা খারাপ ছিল যে, দু'হাত দূরে কিছু দেখা যাচ্ছিল না! খুব স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে, এ অবস্থায় লখনউয়ে খেলা ধার্য করা হল কেন? বায়ুদূষণের কথা ভেবে নভেম্বরের ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের কেন্দ্র পাল্টে নয়াদিল্লি থেকে ইডেন করে দিয়েছিল ভারতীয় বোর্ড। বদলে গত অক্টোবর মাসে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট হয়। যা কি না আদতে ইডেনে হওয়ার কথা ছিল। ওয়াকিবহাল মহল প্রশ্ন তুলছে, এটা তো জানাই ছিল যে শীতের সময় উত্তর ভারতে বায়ুদূষণ ভয়াবহ জায়গায় যায়। লখনউয়ে যে এ জিনিস হতে পারে, আন্দাজ করা খুব কঠিন নয়। তা হলে কেন আগাম সতর্কতা নেওয়া হল না?

বোর্ড মহলের কেউ কেউ বলছেন, উত্তর ভারতে এই সময় ম্যাচ দেওয়াটা অতীব বোকামি। আগামী মাসেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজ রাখা হয়েছে দক্ষিণ ভারত ও পশ্চিম ভারতের শহরগুলিতে। আসলে বিসিসিআই ভেন্যু ঠিক করে রোটেশনের ভিত্তিতে। সেই হিসাবেই দক্ষিণ আফ্রিকা সিরিজ উত্তর ভারতে এবং নিউজিল্যান্ড সিরিজ পশ্চিম এবং দক্ষিণ ভারতে রাখা হয়েছে। কিন্তু এই ব্যাপারটা অনায়াসে বদলে দেওয়া যেত। ডিসেম্বরের এই ম্যাচ দক্ষিণ ভারতে এবং জানুয়ারির ওই সিরিজ উত্তর ভারতে করা যেত। তাহলে দূষণের পরিস্থিতি এত ভয়ংকর হত না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যোগীরজ্যে বুধবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটাই হল না!
  • লখনউয়ের একানা স্টেডিয়ামে এ দিন খেলা না হওয়ার একমাত্র কারণ-অত্যধিক বায়ুদূষণ এবং সেই কারণে সৃষ্ট গভীর কুয়াশা!
  • প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতির দায় কার? এ কথা ঠিক যে লখনউয়ে বাতাসের এই হালের জন্য রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন দায়ী।
Advertisement