সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট জীবনের আদ্যোপান্ত জুড়ে রয়েছে লর্ডসের ব্যালকনি৷কেরিয়ারের শুরুটা করেছিলেন ক্রিকেটের মক্কা থেকে৷ আর সৌরভের ক্রিকেট কেরিয়ারের সবচেয়ে ‘আইকনিক মোমেন্ট’ও তো লর্ডসের সেই ব্যালকনিতেই৷ ইংরেজদের ঔদ্ধত্য গুঁড়িয়ে দিয়ে দাদার সেই জার্সি ওড়ানো অপামর বাঙালি তো বটেই গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরাও ভুলতে পারবেন না৷ ১৬ বছর পরে সেই নস্টালজিয়া উসকে দিলেন ‘দাদা’ নিজেই৷
[পাক ক্রিকেট দলের প্রশংসা করে ফের নেটদুনিয়ার রোষের মুখে কাইফ]
১৬ বছর পর লর্ডসের সেই ব্যালকনিতে দাঁড়িয়ে দাদার একটা সেলফি৷ আর ছোট্ট একটা ক্যাপশনের টুইটারে পোস্ট তাঁর অগণিত ভক্তকুলকে মনে করাল ন্যাটওয়েস্ট সিরিজ জয়ের সেই মুহূর্ত৷ আসলে ভারতের ইংল্যান্ড সফরের ধারাভাষ্যকার হিসেবে আপাতত ইংল্যান্ডেই রয়েছেন সৌরভ৷ আগামী ১৪ জুলাই লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে খেলবে ভারত৷ সে ম্যাচেও ধারাভাষ্যকার হিসেবে থাকবেন সৌরভ৷ তাঁর আগে লর্ডসের ব্যালকনিতে তোলা সেলফি পোস্ট করে বাঙালির হৃদয়ের মহারাজ লিখেছিলেন, “ যেখানে আমার কেরিয়ার শুরু হয়েছিল সেখানেই ফিরে এসেছি৷”
২০০২-এ সেদিন দাদার প্রতিপক্ষে যাঁরা ছিলেন, তাঁরা অবশ্য তখনও দাদার নিন্দা করেছিলেন এখনও তেমনই চেষ্টা করলেন৷ অন্য কেউ নন, খোদ ইংল্যান্ডের তৎকালীন অধিনায়ক নাসের হুসেন চেষ্টা করলেন দাদাকে ‘ট্রোল’ করার৷ পালটা টুইটে নাসের বললেন, “ লর্ডসের ব্যালকনিতে তোমাকে শার্ট পরে দেখতে বেশ লাগছে৷” আসলে সৌরভকে সেদিনের স্মৃতি উসকে খোঁচা দেওয়ার উদ্দেশ্যেই টুইটটি করেছিলেন নাসের৷ ট্রোল করাটাও যে তাঁর উদ্দেশ্য ছিল না, এমনটা বলা যায় না৷ কিন্তু তিনি হয়তো বুঝতে পারেননি, বাঙালির সবচেয়ে বড় আইকনকে ট্রোল করতে গিয়ে আসলে তিনি তাঁর কেরিয়ারের সবচেয়ে ‘আইকনিক মোমেন্ট’-এর স্মৃতি উসকে দিয়েছেন৷ আরও নস্টালজিক করে দিয়েছেন দাদার অগণিত ভক্তকুলকে৷
The post লর্ডসের ব্যালকনিতে দাদার সেলফি, নস্ট্যালজিয়া উসকে রসিকতা নাসের হুসেনের appeared first on Sangbad Pratidin.