সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেও তিনিই ছিলেন ভারতীয় ক্রিকেটের সর্বেসর্বা। নিমেষে বদলে গিয়েছে সময়টা। এখন ভারতীয় ক্রিকেটের ঐতিহাসিক পরিবর্তন ঘটলেও জানতে পারেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, এটাই বাস্তব। সৌরভ নিজেই জানালেন সে কথা। ভারতীয় পুরুষ ও মহিলা দলের বেতন বৈষম্য মিটে যাওয়ার কথা সংবাদমাধ্যম থেকে জানতে পেরেছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি।
সম্প্রতি ভারতীয় বোর্ডের সভাপতি পদ থেকে সরে গিয়েছেন সৌরভ। তাঁর উত্তরসূরি হিসেবে বিসিসিআইয়ের (BCCI) মসনদে বসেছেন রজার বিনি। আর তারপরই ভাইফোঁটার দিন ঐতিহাসিক সিদ্ধান্ত নিল ভারতীয় বোর্ড। বোর্ড সচিব জয় শাহ জানিয়ে দেন, লিঙ্গবৈষম্য দূর করে এবার থেকে পুরুষ এবং মহিলারা একই ম্যাচ ফি পাবেন। অর্থাৎ এবার থেকে বিসিসিআইয়ের চুক্তিবদ্ধ মহিলা ক্রিকেটারদের জন্য সমবেতন নীতি চালু করা হল। বোর্ডের এহেন সিদ্ধান্তে উচ্ছ্বসিত ঝুলন গোস্বামী, হরমনপ্রীত কৌররা। বর্তমান থেকে প্রাক্তনী, পুরুষ থেকে মহিলা ক্রিকেটার- প্রত্যেকেই বোর্ডের এই পদক্ষেপের প্রশংসা করেছেন। কিন্তু অদ্ভুত ভাবে এ খবর বৃহস্পতিবার জানতেই পারেননি সৌরভ। বরং, পরের দিন তিনি তা জানতে পারেন সংবাদমাধ্যম থেকে।
[আরও পড়ুন: T-20 WC 2022: প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল বিশ্বকাপের জোড়া ম্যাচ, কোথায় দাঁড়িয়ে কোন দল?]
বোর্ডের এই ঘোষণার ২৪ ঘণ্টারও বেশি সময় পর টুইট করেন সৌরভ (Sourav Ganguly)। তিনি লেখেন, “সকালে সংবাদপত্র দেখে জানতে পারলাম। জয়, রজার, রাজীব ভাই, আশিসজি, দেবজিৎ ও অ্যাপেক্স কাউন্সিলের সমস্ত সদস্যকে এই অসাধারণ কাজের জন্য অভিনন্দন জানাই। মহিলা ক্রিকেটের উন্নতি জন্য অনেক কাজ করা হয়েছে। পারফরম্যান্সের মধ্যে দিয়ে ওরা তা প্রমাণও করে দিয়েছে।”
বোর্ডের চুক্তি অনুযায়ী, টেস্ট ম্যাচ খেলার জন্য পুরুষ ক্রিকেটাররা পান ১৫ লক্ষ টাকা করে। ওয়ানডে ক্রিকেটে ম্যাচ ফি ৬ লক্ষ। আর টি-২০ ক্রিকেটে ম্যাচ পিছু তাঁরা পান ৩ লক্ষ টাকা করে। মেয়েরা এতদিন এর চেয়ে অনেকটাই কম ম্যাচ ফি পেতেন। এবার থেকে তাঁরাও এই হারেই ম্যাচ ফি পাবেন। সৌরভের বিদায়ের পর এই ঐতিহাসিক বদল ঘটলেও আগামী বছর থেকে যে মহিলাদের আইপিএল চালু করা হতে চলেছে, তা কিন্তু প্রথম জানিয়েছিলেন তিনিই।