সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার তথা প্রাক্তন ভারত অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni) রবিবার লঞ্চ করলেন ভারতে তৈরি ড্রোন ক্যামেরা (Drone Camera) ‘ড্রোনি’র (Droni)। ধোনির নামের সঙ্গে সামঞ্জস্য রেখে চেন্নাইয়ের (Channai) কোম্পানি গরুড় অ্যারোস্পেসের (Garuda Aerospace) তৈরি এই নয়া ড্রোন ক্যামেরার নামকরণ হয়েছে। উল্লেখ্য, গরুড় অ্যারোস্পেসের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার ধোনি। জানা গিয়েছে, জুন মাসে এই কোম্পানিতে বিনিয়োগও করেন কিংবদন্তি ক্রিকেটার তথা চেন্নাই সুপাকিংসের তারকা অধিনায়ক।
কৃষিকাজে কাজে লাগার মতো ড্রোন তৈরি করে থাকে গরুড় অ্যারোস্পেসের। সৌর প্যানেল পরিষ্কার, শিল্প পাইপলাইন পরিদর্শন, কৃষিক্ষেতে কীটনাশক স্প্রে করা, ম্যাপিং এবং জরিপ সংক্রান্ত সমস্যার সমাধানে ব্যবহৃত হয় এই কোম্পানির ড্রোন। এবার তাতে সংযোজিত হল নয়া ড্রোনি।
[আরও পড়ুন: বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ রোহিত, ভারতের জয়ের নায়ক সূর্যকুমার-অর্শদীপ]
রবিবার ড্রোনির আনুষ্ঠানিক উন্মোচনের পর গরুড় অ্যারোস্পেসের প্রতিষ্ঠাতা এবং সিইও (CEO) অগ্নিশ্বর জয়প্রকাশ (Agnishwar Jayprakash) জানান, ড্রোনি একটি কোয়াডকপ্টার কনজিউমার ক্যামেরা ড্রোন। বিভিন্ন ধরনের নজরদারির জন্য ব্যবহার করা যেতে পারে ড্রোনিকে। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রযুক্তি এবং নির্মাণের গুণে ড্রোনি বিশেষ ভাবে কার্যকর, মসৃণ এবং চমৎকার মানের। এদিন ড্রোনির আনুষ্ঠানিক উন্মোচন হলেও পণ্যটি ২০২২ সালের শেষ নাগাদ পাওয়া যাবে বলে জানিয়েছেন কোম্পানির কর্ণধার। ড্রোনির দাম বৈশিষ্ট্য সম্পর্কে এদিন বিশদে জানায়নি গরুড় অ্যারোস্পেস।
[আরও পড়ুন: বোলারদের দাপটে তছনছ থাইল্যান্ড, ৯ উইকেটে জয় ভারতের]
এছাড়াও রবিবার নতুন একটি ‘কিসান ড্রোন’-এর আনুষ্ঠান উদ্বোধন করে ড্রোন নির্মাণ সংস্থা। যা কৃষির জন্য কার্যকর হবে। ব্যাটারি চালিত ড্রোনটি ৩০ একর জমিতে কৃষি কীটনাশক স্প্রে করতে সক্ষম হবে। এদিনের অনুষ্ঠানে নিজের বক্তব্যে ধোনি বলেন, লকডাউনের সময় তিনি কৃষিকাজের প্রতি আগ্রহী হয়েছিলেন। কৃষিক্ষেত্রে ড্রোনের উপযোগিতার কথা বলেন কিংবদন্তি ক্রিকেটার।