সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) দুবছর আগেই নেতৃত্ব দেওয়া যেত। ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর (Sunil Gavaskar) ভারতের তারকা অফস্পিনারকে শ্রদ্ধা জানালেন। রাজকোটে ইংল্যান্ডের জ্যাক ক্রলিকে আউট করে ৫০০ উইকেট দখল করেন অশ্বিন। লিটল মাস্টার মনে করেন, অশ্বিনের মধ্যে ক্যাপ্টেন হওয়ার মশলা ছিল।
গাভাসকর লিখেছেন, বছর দুয়েক আগেই অশ্বিনকে নেতৃত্ব দেওয়া যেত। অশ্বিনকে অধিনায়ক করার সেটাই ছিল আদর্শ সময়। বছর দুয়েক-তিনেক ধরে বিভিন্ন ভারতীয় দল খেলানো হচ্ছে। সিনিয়র প্লেয়ার নিয়ে ২০২১ সালে ইংল্যান্ডে টেস্ট খেলতে গিয়েছিল ভারতীয় দল। দ্বিতীয় সারির দল নিয়ে শ্রীলঙ্কায় গিয়েছিল ভারতীয় দল। গোটা বিষয়টা দেখভালের জন্য রাহুল দ্রাবিড় ছিলেন।
[আরও পড়ুন: জল্পনায় সিলমোহর, চতুর্থ টেস্টের আগেই ছুটি বুমরাহর, ছিটকে গেলেন রাহুল]
সুনীল গাভাসকর সেই প্রসঙ্গ উল্লেখ করে লিখেছেন, ”পাঁচশো টেস্ট় উইকেট নেওয়ার জন্য অভিনন্দন। দুর্দান্ত এক ক্রিকেটার অশ্বিন। এখনকার ক্রিকেটের অন্যতম চিন্তাবিদও বলা যায় অশ্বিনকে। সবসময়ে নতুন, অন্যরকম কিছু করতে চায়। সে রান আপ হোক বা ডেলিভারি অ্যাকশন এবং অতি অবশ্যই ব্যাটারকে পর্যুদস্ত করা। সব সময়ে নতুন কিছু ভাবনাচিন্তা চলে অশ্বিনের মাথায়।”
গাভাসকর আরও বলেন, ”বছর দুয়েক আগে ভারতের নেতৃত্ব অশ্বিনকে দেওয়া যেত। সেই সময়ে দুটো ভারতীয় দল একইসঙ্গে খেলছিল। খুব ভালো অশ্বিন, আশা করি আরও উইকেট তুমি দখল করবে, বৈচিত্র্য আনবে ডেলিভারিতে এবং ভিন্ন ভিন্ন বোলিং অ্যাকশনেও দেখা যাবে তোমাকে।”