সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনা জয়ের দৌড় শেষ। চলতি প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics 2020) রুপো পেলেন ভারতীয় টেবিল টেনিস তারকা ভবিনাবেন প্যাটেল। আর সেই সঙ্গেই তৈরি হল নয়া ইতিহাস। তাঁর হাত ধরেই চলতি গেমসে প্রথম পদক এল ভারতের ঘরে। পাশাপাশি প্রথম মহিলা প্যাডলার হিসেবে রুপো জয়ের নজির গড়লেন তিনি।
সুপার সানডের মেগা ফাইনালে চিনা প্রতিপক্ষকে হারিয়ে সোনা কি জিততে পারবেন প্যাটেল? সেদিকেই নজর ছিল গোটা দেশের। টেবিল টেনিসের ক্লাস ৪ ইভেন্টের মহিলা সিঙ্গলসের চূড়ান্ত লড়াইয়ে চিনের ঝউ ইংয়ের বিরুদ্ধে আত্মবিশ্বাসের সঙ্গেই শুরুটা করেছিলেন ভারতীয় তারকা। কিন্তু প্রতিপক্ষের আক্রমণাত্মক ভঙ্গির সামনে ধোপে টিকতে পারেননি। তাঁর পারফরম্যান্সের ঝাঁঝেই স্বপ্নভঙ্গ হয়। প্যারালিম্পিকে প্রথমবারের জন্য অংশ নেওয়া প্যাটেলকে এক ইঞ্চিও জমি ছাড়েননি ঝউ ইং। ৩-০ স্ট্রেট গেমে উড়িয়ে দিয়ে সোনা জিতে নেন তিনি। ইংয়ের পক্ষে ম্যাচের ফল ১১-৭, ১১-৫, ১১-৬। তবে ততক্ষণে ইতিহাস গড়া হয়ে গিয়েছে প্যাটেলের। টোকিও অলিম্পিকে যেমন ভারোত্তোলক মীরাবাঈ চানুর (Mirabai Chanu) হাত ধরেই প্রথম পদকটি পেয়েছিল ভারত, ঠিক সেভাবেই প্যারালিম্পিকেও রুপো জিতে নয়া মাইলস্টোন তৈরি করলেন গুজরাটের টেবিল টেনিস খেলোয়াড়।
[আরও পড়ুন: India vs England: তৃতীয় টেস্টে ব্যাটিং বিপর্যয়ের কারণ কী? মুখ খুললেন Virat Kohli]
প্রথম ভারতীয় প্যাডলার হিসেবে প্যারালিম্পিকের শেষ চারে পৌঁছেই ইতিহাস গড়েছিলেন ভবিনাবেন (Bhavinaben Patel)। শুক্রবার কোয়ার্টার ফাইনালে সার্বিয়ার বরিস্লাভা পেরিচ র্যানকোভিচকে স্ট্রেট গেমে হারান তিনি। দুর্দান্ত পারফর্ম করে মাত্র ১৮ মিনিটের লড়াইয়েই প্রতিপক্ষকে পরাস্ত করেছিলেন তিনি। শনিবার প্রথম মহিলা টেবিল টেনিস তারকা হিসেবে প্যারালিম্পিকের ফাইনালে পৌঁছন চিনের ঝাং মিয়াওকে হারিয়ে। হাড্ডাহাড্ডি লড়াই ৩-২ ব্যবধানে জিতে নেন তিনি। তবে কঠিন প্রতিপক্ষের কাছে পরাস্ত হয়ে রবিবার সোনা হাতছাড়া হল।
তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী- প্রত্যেকেই রুপো জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন ভবিনাবেনকে।