shono
Advertisement

Asia Cup 2023: এশিয়া কাপে কামব্যাক করলেন রাহুল-শ্রেয়স, সহ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া

দেখে নিন এশিয়া কাপের ১৭ জনের দল।
Posted: 01:51 PM Aug 21, 2023Updated: 12:16 PM Aug 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় বদলে গিয়েছে। বদলে গিয়েছে নিয়ম। অতীতে জাতীয় দলের নির্বাচনের সময় কোচ উপস্থিত থাকার নিয়ম ছিল না। তবে এই প্রথমবার দল নির্বাচনে উপস্থিত থাকলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। আর এবার টিম ইন্ডিয়ার (Team India) কোচ ও অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) উপস্থিতিতে দলে ফিরলেন কেএল রাহুল (KL Rahul) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এছাড়া আরও বড় চমক হল ১৭ জনের দলে সুযোগ পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)। দলে ব্যাক আপ হিসবে রয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)।

Advertisement

দুই তারকা ক্রিকেটার কেএল রাহুল ও শ্রেয়স আইয়ার কতটা ফিট হয়েছেন সেটা ছিল দেখার। তবে শেষ পর্যন্ত তাঁদের ফিটনেস দেখে দলে নেওয়া হল। একইসঙ্গে দলে এলেন অক্ষর প্যাটেল। যদিও ভারতের চিন্তার কারণ হল ৫০ ওভারের ফরম্যাটে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি সূর্য কুমার যাদব। কিন্তু মারকুটে মেজাজে ব্যাট করার জন্য সূর্যের দলে রাখা হয়েছে। এদিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্স করে এবার ৫০ ওভারের ফরম্যাটে জায়গা করে নিলেন জশপ্রীত বুমরাহ ও প্রসিদ্ধ। তবে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হার্দিক পাণ্ডিয়া।

 

সোমবার বিসিসিআই-এর নির্বাচক কমিটি বৈঠকে বসে। সেখানে পাঁচ নির্বাচক ছাড়াও উপস্থিত ছিলেন দ্রাবিড় ও অধিনায়ক রোহিত। ছিলেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির এক আধিকারিকও। চোট পাওয়া ক্রিকেটারদের শারীরিক অবস্থা কী রকম সেই তথ্য দেন তিনি। পরে সাংবাদিক বৈঠকে দল ঘোষণা করেন আগরকর ও রোহিত।

একনজরে ১৭ জনের ভারতীয় দল:

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, কেএল রাহুল (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিষান (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা

ব্যাক আপ- সঞ্জু স্যামসন (উইকেটকিপার)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement