সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯০ মিনিটের যুদ্ধে ফের একবার ফিরে এল সেই আতঙ্কের মুহূর্ত! হ্যাঁ ঠিকই পড়ছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের (EPL) বোর্নমাউথ বনাম লুটন টাউন এফসি-র (Bournemouth vs Luton) ম্যাচে ফিরে এল সেই ইউরো কাপের (Euro Cup) আতঙ্ক। ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলার সময় মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেন (Christian Eriksen)। মর্মান্তিক সেই দৃশ্য দেখে চমকে উঠেছিল ফুটবল দুনিয়া। স্তব্ধ হয়ে গিয়েছিল গ্যালারি। এবারও তেমনই ঘটনা সামনে এল। এবার লুটন টাউন এফসি-র ফুটবলার টম লকিয়ার (Tom Lockyer) হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েন।
এর আগে চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালের সময় ২৯ বছরের অধিনায়ক প্রথম হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এই নিয়ে দ্বিতীয়বার মাঠে হৃদরোগে আক্রান্ত হলেন তিনি। দলের অধিনায়ক গুরুতর অসুস্থ হওয়ার সময় খেলার ফলাফল ছিল ১-১। ঘটনা ঘটে যাওয়ার মুহূর্তের মধ্যে মাঠে দৌড়ে আসে মেডিক্যাল টিম। চিকিৎসা শুরু হয় লকিয়ারের। ম্যাচটি বন্ধ হয়ে যায়।
তখন ৫৯ মিনিটের খেলা চলছে। মাঠে লুটিয়ে পড়েন টম লকিয়ার। সেটা দেখেই দৌড়ে মাঠে প্রবেশ করেন লুটন টাউন এফসি-র ম্যানেজার রব এডওয়ার্ডস। লুটন টাউন এফসি-র অভিজ্ঞ ফুটবলার ইসা কাবোরে মাঠের ধারেই প্রার্থনা শুরু করে দেন। লকিয়ারের যখন চিকিৎসা চলছে, তখন দুই দলের ফুটবলারদেরই চেঞ্জিং রুমে পাঠিয়ে দেওয়া হয়। তার পরই লকিয়ারকে স্ট্রেচারে করে মাঠ থেকে বার করে নিয়ে যাওয়া হয়। তাঁর পাশে থাকার বার্তা দিতে গোটা ভাইটালিটি স্টেডিয়ামের গ্যালারি তখন দাঁড়িয়ে উঠে অভিবাদন জানাচ্ছিলেন লকিয়ারকে।
[আরও পড়ুন: জমাট রক্ষণ, দুর্দান্ত গোলকিপিং, অ্যাওয়ে ম্যাচে মুম্বই সিটিকে আটকে দিল ইস্টবেঙ্গল]
বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। লুটন টাউন এফসি-র তরফে জানানো হয় যে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন লকিয়ার। তবে তিনি এখন স্থিতিশীল। ক্লাব থেকে বিবৃতিতে দিয়ে বলা হয়েছে, ‘আমাদের মেডিক্যাল টিমের সদস্যরা নিশ্চিত করেছেন যে, অধিনায়ক হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে যখন স্ট্রেচারে করে মাঠ থেকে নিয়ে বার করা হচ্ছিল, তখন চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন। দুই দলের মেডিক্যাল টিমকে ধন্যবাদ দিতে চাই। স্টেডিয়ামেই ওঁর চিকিৎসা চলেছে। টমকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সমর্থকদের আশ্বস্ত করছি এই বলে যে, ওঁর অবস্থা স্থিতিশীল। ওঁর পরিবার পাশে রয়েছে। আরও পরীক্ষানিরীক্ষা চলছে।’
সেই ঘটনার পর অবশ্য টম লকিয়ারও তাঁর সমর্থকদের জন্য বার্তা দিয়েছেন। হাসপাতালের বিছানা এখন তাঁর ঠিকানা। সেখানেই পরিবারের সদস্য ও মেডিক্যাল স্টাফদের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন এই ফুটবলার। বলেছেন, ‘পুরো সময় মাঠে থেকে ম্যাচ জিততে পারলাম না। তাই আক্ষেপ হচ্ছে। তবে আমাকে বাঁচিয়ে তোলার জন্য দুই দল ও হাসপাতালের মেডিক্যাল স্টাফদের অনেক ধন্যবাদ জানাই। ওদের সবার কাছে আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ। আশাকরি কয়েক দিন বিশ্রামের পরেই ফের বল পায়ে মাঠে নামতে পারব।”