shono
Advertisement

U-19 World Cup: স্বপ্ন ছুঁতে আর দু’ধাপ দূরে ভারতের অনূর্ধ্ব ১৯ দল, অজিদের বিরুদ্ধে মহারণের আগে ফুটছেন ধুলরা

করোনা সারিয়ে ভারত প্রস্তুত গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য।
Posted: 11:12 AM Feb 02, 2022Updated: 01:03 PM Feb 02, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বারের চ্যাম্পিয়ন দল বাংলাদেশকে (Bangladesh) অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U-19 World Cup) কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিফাইনালে ওঠা। কোভিডে জর্জরিত হয়েও অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলকে দেখা যাচ্ছে এক অন্য মাত্রায়। শেষ চারে যশ ধুলদের প্রতিপক্ষ অনূর্ধ্ব ১৯ অস্ট্রেলিয়া দল।

Advertisement

ভারতের কাছে এই লড়াই হতে চলেছে বেশ কঠিন। তবুও কোথাও গিয়ে মানসিক ভাবে এগিয়ে আছে ভারতের (India) ছোটরা। কারণটা সেই কোভিডই। কারণ মাঝে ভারতীয় একাদশের একাধিক ক্রিকেটার কোভিড পজিটিভ হলেও রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের নিয়ে সেমি ফাইনালে উঠেছে ভারত। আর মাত্র দু’ধাপ। সেমি ফাইনাল ও ফাইনালে বাজিমাত করলেই ফের একবার দেশে ফিরতে পারে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ট্রফি।

[আরও পড়ুন: ইস্টবেঙ্গল তাঁবুতে বসে একা একা কেঁদেছিলেন সুভাষ ভৌমিক! স্মরণসভায় উঠে এল অজানা কাহিনি]

ভারতীয় দলকে ভরসা দিচ্ছে যশ ধুল, রাজ বাওয়াদের পারফরম্যান্স। ব্যাট হাতে ভাল ছন্দেই আছে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল। করোনা সারিয়ে এখন গোটা দলই প্রস্তুত গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য। অন্যদিকে, গত ম্যাচে বাংলার বাঁ-হাতি পেসার রবি কুমার ভরসা দিয়েছে এই দলকে। গত ম্যাচে একা হাতেই অনূর্ধ্ব ১৯ বাংলাদেশ দলকে শেষ করে দেন ভারতীয় দলের এই পেসার।

ওয়ার্ম আপ ম্যাচে অস্ট্রেলিয়াকে সহজেই হারিয়েছিল অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল। ইতিমধ্যেই চার-বার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ট্রফি জিতেছে ভারত। এবার পঞ্চম বার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি অনূর্ধ্ব ১৯ দলের সামনে। কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেও নিজেদের কঠিন চরিত্র দেখিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন যশ ধুলরা। গত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হওয়া হয়নি ভারতের। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই এবার সেমিতে লড়বে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল।

[আরও পড়ুন: IPL নিলামে উঠছেন ৫৯০ জন ক্রিকেটার, মার্কি প্লেয়ারের তালিকায় ৪ ভারতীয়, নেই গেইল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement