shono
Advertisement
Sydney terror attack

মাঠে রাইফেলধারী বিশেষ পুলিশ, বন্ডি বিচে জঙ্গি হামলার পর কড়া নিরাপত্তা স্টোকস-কামিন্সদের

অ্যাডিলেডকে কার্যত দুর্গে পরিণত করেছে স্থানীয় পুলিশ।
Published By: Anwesha AdhikaryPosted: 12:52 PM Dec 16, 2025Updated: 12:53 PM Dec 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ জঙ্গি হামলার আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে অস্ট্রেলিয়া। বন্ডি বিচে হামলার তিনদিন পরেই শুরু হবে অ্যাশেজের তৃতীয় টেস্ট। অ্যাডিলেডের সেই ম্যাচের জন্য আঁটসাট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য সময়ের থেকে অনেক বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে দুই দল এবং ক্রিকেট মাঠের দর্শকদের।

Advertisement

পর্যটকদের কাছে ‘স্বর্গ’ সিডনির বন্ডি বিচ রবিবার রক্তাক্ত হয়েছে জঙ্গি হামলায়। বিখ্যাত বন্ডি বিচে ‘হানুক্কাহ’ উৎসবে অন্তত ১০০০ জন শামিল হয়েছিলেন। উৎসব চলাকালীন দুই বন্দুকবাজ ঢুকে পড়ে সেখানে। এরপরই ভিড়ে ঠাসা ওই অঞ্চলে শুরু হয় গুলিবৃষ্টি। নিমেষে রক্তে লাল হয়ে যায় সোনালি বেলাভূমি। একে একে ১৬ জনের প্রাণ যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতাল ভর্তি রয়েছেন অন্তত ৫০ জন।

জঙ্গি হামলার পর বুধবার ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া খেলতে নামছে অ্যাডিলেডে। সাউথ অস্ট্রেলিয়া পুলিশ কমিশনার গ্রান্ট স্টিভেন্স জানিয়েছেন, ম্যাচ চলাকালীন মাঠের ভিতরে এবং বাইরে মোতায়েন থাকছে রাইফেলধারী বিশেষ পুলিশবাহিনী। আচমকা হামলার মোকাবিলা করতে বিশেষ প্রশিক্ষণ রয়েছে এই পুলিশের। গ্রান্ট জানিয়েছেন, বন্ডি বিচের পর এই মুহূর্তে বড়সড় হামলার আশঙ্কা নেই। তবু অ্যাডিলেডকে কার্যত দুর্গে পরিণত করেছে স্থানীয় পুলিশ। ২০০৯ সালে পাকিস্তানে জঙ্গি হামলার কবলে পড়েছিল শ্রীলঙ্কা টিম। সেই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেটা নিশ্চিত করতে চাইছে অজি প্রশাসন।

উল্লেখ্য, বন্ডি বিচে জঙ্গি হামলার পরেই কঠিন সময়ে দেশবাসীর পাশে দাঁড়াতে মহৎ উদ্যোগ নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। আহতদের সাহায্যের জন্য তাঁর আবেদন, যত দ্রুত সম্ভব সকলে যেন রক্তদান করেন। সেই রক্ত ব্যবহৃত হবে জঙ্গি হামলায় জখমদের চিকিৎসায়। চলতি অ্যাশেজের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি কামিন্স। তবে তৃতীয় ম্যাচে তিনি দলে ফিরেছেন। বুধবার থেকে শুরু হবে তৃতীয় টেস্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পর্যটকদের কাছে ‘স্বর্গ’ সিডনির বন্ডি বিচ রবিবার রক্তাক্ত হয়েছে জঙ্গি হামলায়। বিখ্যাত বন্ডি বিচে ‘হানুক্কাহ’ উৎসবে অন্তত ১০০০ জন শামিল হয়েছিলেন।
  • ম্যাচ চলাকালীন মাঠের ভিতরে এবং বাইরে মোতায়েন থাকছে রাইফেলধারী বিশেষ পুলিশবাহিনী। আচমকা হামলার মোকাবিলা করতে বিশেষ প্রশিক্ষণ রয়েছে এই পুলিশের।
  • বন্ডি বিচে জঙ্গি হামলার পরেই কঠিন সময়ে দেশবাসীর পাশে দাঁড়াতে মহৎ উদ্যোগ নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
Advertisement