shono
Advertisement

শচীন-উদয়ের হাত ধরে সাফল্য, প্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারতের জুনিয়ররা

এই নিয়ে টানা পঞ্চমবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল।
Posted: 09:48 PM Feb 06, 2024Updated: 10:08 PM Feb 06, 2024

অনুর্ধ্ব-১৯ দক্ষিণ আফ্রিকা: ২৪৪/৭ (রিচার্ড-৬৪)
অনুর্ধ্ব-১৯ ভারত: ২৪৮/৮ (উদয়-৮১, শচীন-৯৬)
২ উইকেটে জয়ী অনুর্ধ্ব-১৯ ভারত

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটে আরও এক শচীনের উদয়। আর সেই শচীনের চওড়া ব্যাটেই টানা পঞ্চমবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল অনুর্ধ্ব-১৯ টিম ইন্ডিয়া। মাত্র চার রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও দলকে ফাইনালে তুলতে পেরেই হাজার ওয়াটের হাসি তরুণ শচীনের মুখে।

মঙ্গলবার সেমিফাইনালে টসে জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠান ভারতীয় জুনিয়র দলের অধিনায়ক উদয় সাহারন। ৭ উইকেট হারিয়ে ২৪৪ রান করে প্রোটিয়ারা। একাই তিনটি উইকেট তুলে নেন রাজ লিম্বানি। জবাবে সাত বল বাকি থাকতেই ২ উইকেটে ম্যাচ জিতে ফাইনালের টিকিট পাকা করে ফেলে ভারত।

[আরও পড়ুন: লিভ ইন সম্পর্ক রেজিস্ট্রি না করালে জেল, নয়া ধারা অভিন্ন দেওয়ানি বিধিতে]

এদিন অবশ্য ব্যাট করতে নেমে শুরুতেই জোর ধাক্কা খায় ভারতীয় টপ অর্ডার। দক্ষিণ আফ্রিকার আগুনে বোলিংয়ের সামনে মাত্র ৩২ রানে চার উইকেট খুইয়ে রীতিমতো চাপে পড়ে যান ভারতীয় ব্যাটাররা। এমন কঠিন পরিস্থিতিতে অধিনায়কোচিত ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন উদয়। ১২৪ বলে ৮১ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। সঙ্গী হিসেবে পেয়ে যান শচীন দাসকে। ৯৫ বলে ৯৬ রানের চোখ ধাঁধানো ব্যাটিং করেন ১৯ বছরের এই মিডল অর্ডার ব্যাটার। ১১টি চার এবং একটি ছক্কা হাঁকিয়ে প্রায় সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন।

বাবার প্রিয় ক্রিকেটার ছিলেন শচীন তেণ্ডুলকর। সেই কারণেই ছেলের নাম শচীন রেখেছিলেন। বিশ্বকাপের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এহেন ইনিংস খেলে তরুণ শচীন যেন বুঝিয়ে দিলেন, ভারতীয় শিবিরে নতুন এক শচীনের উদয় হল। রবিবার বেনোনি স্টেডিয়াম পাকিস্তান অথবা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলতে নামবে ভারত। হাড্ডাহাড্ডি ম্যাচ জিতে আরও একবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার হাতছানি জুনিয়র দলের সামনে। বিশ্বজয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিলেন ভারতের ক্রিকেটপ্রেমীরাও।  

[আরও পড়ুন: জেলের খাবার কেমন? বিধানসভায় অভিজ্ঞতা শোনালেন ‘কয়েদি’ নওশাদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement