সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসির ভারত সফরে কার্যত খোলামকুচির মতো টাকা 'উড়েছে'। আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে স্রেফ ছবি তোলা আর হাত মেলানোর জন্য কোটি টাকা পর্যন্ত খরচ করেছেন ধনকুবেররা। সেই দেখে ব্যথিত অভিনব বিন্দ্রা। অলিম্পিকে সোনাজয়ী শুটার মনে করছেন, এই বিপুল পরিমাণ অর্থ ভারতীয় খেলাধুলার উন্নতিতে ব্যবহার করা যেত।
গোট কনসার্ট উপলক্ষে ভারতের চারটি শহরে গিয়েছেন মেসি। প্রত্যেক শহরেই ছিল টাকা দিয়ে মেসির সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ। তারজন্য মাথাপিছু কোটি টাকা করেও ধার্য করা হয়েছে বলে গুঞ্জন ছড়ায়। তবে স্পষ্টভাবে জানা যায়নি, কত টাকা খরচ করে মেসির সঙ্গে ছবি তুলেছেন বিভিন্ন ভক্তরা। কেবল ব্যক্তিগত সাক্ষাৎ নয়, স্টেডিয়ামে দূর থেকে মেসিকে একঝলক দেখার জন্য ধার করে পর্যন্ত বিরাট দামের টিকিট কেটেছিলেন ভক্তরা।
এসব দেখেই আপশোস বিন্দ্রার। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'মেসিকে নির্দিষ্ট একটা খেলার গণ্ডিতে বেঁধে ফেলা যায় না। তাঁর অনবদ্য ফুটবল বিশ্বের কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে। আমিও মেসিকে অত্যন্ত সম্মান করি। কিন্তু তাঁর ভারত সফর দেখে আমার খুবই খারাপ লেগেছে। আয়োজকরা ঠিক কী করতে চাইছিলেন, তা স্পষ্ট নয়। খেলার সঙ্গে অর্থের সম্পর্ক অস্বীকার করা যায় না। কিন্তু মেসিকে যাঁরা সম্মান করেন, তাঁদের ভেবে দেখা উচিত এই সফর নিয়ে।'
প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে সোনাজয়ীর কথায়, 'আমরা কি আদৌ ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলছি নাকি ব্যক্তিপূজায় ব্যস্ত হয়ে পড়েছি? ভেবে দেখতে হবে। কিংবদন্তি ফুটবলারের সঙ্গে ছবি তুলতেই লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। ওই অর্থের সামান্য কিছুটাও যদি আমাদের দেশে খেলার পরিকাঠামো তৈরিতে ব্যবহার হত, তাহলে কতকিছুই বদলে যেতে পারত।' বিন্দ্রার স্পষ্ট কথা, মেসিকে পছন্দ করলেও মহাতারকার ভারত সফরে দুঃখিত তিনি।
