shono
Advertisement
Junior Hockey World Cup 2025

১৫ মিনিটে বাজিমাত, অলিম্পিকে জোড়া ব্রোঞ্জজয়ী শ্রীজেশের কোচিংয়ে বিশ্বকাপে পদক ভারতের

মাত্র ১৫ মিনিটে চার গোল দিয়ে আর্জেন্টিনাকে হারাল ভারতের যুব দল।
Published By: Anwesha AdhikaryPosted: 02:07 PM Dec 11, 2025Updated: 04:20 PM Dec 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৫ মিনিট পর্যন্ত ম্যাচের ফল ২-০। অর্থাৎ ভারতের পরাজয় নিশ্চিত। ব্রোঞ্জ পদক পাবে দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু বিরতির পরেই যেন জাদুকাঠির ছোঁয়া লাগল ভারতের জুনিয়র হকি দলে। মাত্র ১৫ মিনিটের মধ্যে চার গোল দিয়ে বিশ্বকাপ (Junior Hockey World Cup 2025) থেকে ব্রোঞ্জ পদক ছিনিয়ে নিল ভারতের যুব ব্রিগেড। দলের এই অনবদ্য কামব্যাকে তৃপ্ত কোচ পিআর শ্রীজেশ।

Advertisement

বুধবার ব্রোঞ্জজয়ের ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল শক্তিশালী আর্জেন্টিনা। সেই ম্যাচের তৃতীয় কোয়ার্টার অর্থাৎ ৪৫ মিনিট পর্যন্ত ০-২ পিছিয়ে ছিল ভারত। কিন্তু হারের মুখে দাঁড়িয়েও লড়াইয়ের মঞ্চ থেকে একচুলও পিছিয়ে আসেনি আনমোল এক্কা-অঙ্কিত পালদের যুব ব্রিগেড। ৪৯ মিনিটে গিয়ে ভারতের প্রথম গোলটি করেন অঙ্কিত। ওই একটা গোলেই ম্যাচের রঙ ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। প্রথম গোলের পর ভারতীয় দলের আত্মবিশ্বাস ফেরে। টিম ইন্ডিয়ার হয়ে গলা ফাটাতে শুরু করে গ্যালারিও।

তিন মিনিটের মধ্যে মনমিতের গোলে ভারত সমতা ফেরায়। পাঁচ মিনিটের মাথায় ভারতের হয়ে তৃতীয় গোল শরদানন্দের। আট মিনিটে তিন গোল হজম করে আর্জেন্টিনার তখন দিশেহারা অবস্থা। শরীর লক্ষ্য করে আক্রমণ শুরু করে আর্জেন্টাইন খেলোয়াড়রা। অতি আগ্রাসনেই বিপদ বাড়ল আর্জেন্টিনার। পেনাল্টি কর্নার থেকে চতুর্থ গোল ভারতের। ম্যাচের শুরুতে ব্যর্থ হওয়া এক্কার গোলেই শেষ ৬০ মিনিটের যুদ্ধ। ব্রোঞ্জ পদক ছিনিয়ে নেয় ভারত।

এমন অনবদ্য কামব্যাকে উচ্ছ্বসিত জুনিয়রদের কোচ শ্রীজেশ। টোকিওর পর প্যারিস–টানা দুই অলিম্পিক থেকে পদক জিতেছে ভারতীয় হকি দল। ৫২ বছর পরে ফের টানা দুই অলিম্পিকে পদক জয়ের অন্যতম কারিগর শ্রীজেশও। গতবছর অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পর অবসর নিয়েছেন, তারপর যুব দলকে কোচিং করাচ্ছেন। এবার যুব বিশ্বকাপ থেকে ভারতীয় দলকে ব্রোঞ্জ জেতালেন, মাঠের বাইরে থেকে। ম্যাচ শেষে তৃপ্ত শ্রীজেশ বলছেন, এইভাবে ঘুরে দাঁড়ানো, লড়াই করার মতো মনের জোর থাকা যুবদের কুর্নিশ। আগামী দিনে সিনিয়র দলের ভিত শক্ত বলেই মনে করছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার ব্রোঞ্জজয়ের ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল শক্তিশালী আর্জেন্টিনা। সেই ম্যাচের তৃতীয় কোয়ার্টার অর্থাৎ ৪৫ মিনিট পর্যন্ত ০-২ পিছিয়ে ছিল ভারত।
  • আট মিনিটে তিন গোল হজম করে আর্জেন্টিনার তখন দিশেহারা অবস্থা। শরীর লক্ষ্য করে আক্রমণ শুরু করে আর্জেন্টাইন খেলোয়াড়রা।
  • অনবদ্য কামব্যাকে উচ্ছ্বসিত জুনিয়রদের কোচ শ্রীজেশ। টোকিওর পর প্যারিস–টানা দুই অলিম্পিক থেকে পদক জিতেছে ভারতীয় হকি দল।
Advertisement