সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা সাতটি টেস্ট সিরিজ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির মুকুটে জুড়ল আরও একটি পালক। বৃহস্পতিবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করলেন ক্যাপ্টেন কোহলি।
[ফের দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি ভারত-পাকিস্তান?]
সাধারণতন্ত্র দিবসেই ঘোষণা হয়ে গিয়েছিল। পদ্মশ্রী পুরস্কারের জন্য ঘোষিত ৮৯ জনের তালিকায় নাম ছিল ৮ জন ক্রীড়াবিদের। যদিও এবার পদ্মভূষণ এবং পদ্মবিভূষণে কাউকে ভূষিত করা হয়নি। এদিন রাষ্ট্রপতি ভবনে বিরাট কোহলিকে সম্মানিত করা হয়। তাঁর পাশাপাশি ভারতীয় হকি দলের নেতা শ্রীজেশ, রিও অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক, জিমন্যাস্ট দীপা কর্মকার, প্যারালিম্পিয়ান মারিয়াপ্পন ও দীপা মালিক, ডিসকাস থ্রোয়ার বিকাশ গৌড়া এবং বিশ্বকাপজয়ী দৃষ্টিহীন ক্রিকেট দলের ক্যাপ্টেন শেখর নায়েককেও এই সম্মানে ভূষিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। টুইটারে পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ার ভিডিওটি পোস্ট করে বিরাট লিখেছেন, “রাষ্ট্রপতির হাত থেকে এমন সম্মান পেয়ে অসাধারণ লাগছে। এই দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে। জয় হিন্দ।” সদ্য সমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফি ঘরে তোলার পরপর এই সম্মান বিরাটকে যে আরও বড় সাফল্যের জন্য অনুপ্রেরণা জোগাবে, তা বলাইবাহুল্য।
What an absolute honor and a memorable day to receive the Padma Shri award from the President of India. God’s been kind.
Jai Hindpic.twitter.com/zh3EUkrTFl
— Virat Kohli (@imVkohli) March 30, 2017
এদিনই অধিনায়ক টুইট করে আরও একটি বিতর্কেরও অবসান ঘটিয়েছেন। ধরমশালা টেস্টের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরাট বলেছিলেন, অস্ট্রেলিয়া দলের কোনও ক্রিকেটারের সঙ্গে আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে না। এদিন তার সাফাই দিয়ে তিনি বলেন, তিনি তেমনটা বোঝাতে চাননি। অজি দলের সকলের প্রতি তাঁর ক্ষোভ নেই। কয়েকজন অপছন্দের তালিকায় রয়েছেন। তবে আইপিএল-এ তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যাঁরা খেলেন, তাঁদের সঙ্গে আগেও যা সম্পর্ক ছিল, তেমনই থাকবে। যদিও বিরাটের পছন্দের তালিকায় কারা রইলেন, তা স্পষ্ট করেননি তিনি।
[বিরাটের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ব্র্যাড হজ]
The post রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন কোহলি, দেখুন ভিডিও appeared first on Sangbad Pratidin.
