shono
Advertisement

Breaking News

ধাওয়ানকে ‘নাগিন ডান্স’দেখানোর অনুরোধ শেহবাগের

চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টেস্টে দলে ছিলেন না ধাওয়ান৷ The post ধাওয়ানকে ‘নাগিন ডান্স’ দেখানোর অনুরোধ শেহবাগের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:49 AM Dec 06, 2016Updated: 12:12 AM Dec 06, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিখর ধাওয়ানের কাছে নাগিন ডান্স দেখার আবদার জানালেন বীরেন্দ্র শেহবাগ!

Advertisement

না, একেবারেই বানানো কথা নয়৷ শেহবাগ নিজে টুইট করে ভারতীয় ব্যাটসম্যানকে এই অনুরোধ করেছেন৷ কিন্তু কেন? হঠাৎ করে ধাওয়ানের কাছে এমন আবদার করে বসলেন কেন বীরু? ভারতীয় ওপেনারের এমন গুণ আছে বলেও তো তেমন কিছু শোনাও যায় না৷ তাহলে?

ঘটনা হল, নিজের টুইটারে ফের ছক্কা হাঁকিয়েছেন শেহবাগ৷ সোমবার ধাওয়ানের ৩১ বছরের জন্মদিনে তাঁকে এক্কেবারে অন্য ঢঙে শুভেচ্ছা জানালেন ভারতীয় কিংবদন্তি৷ তাঁর চিরাচরিত মজাদার টুইটের ভক্ত গোটা নেটদুনিয়া৷ বাইশ গজের মতোই টুইটারেও তিনি সুইপ শটে বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন৷ এদিনও তাই করলেন৷ শিখরের জন্মদিনে বীরু টুইটারে লেখেন, “শুভ জন্মদিন৷ ড্রেসিং রুমে ভূমি পুজো করো৷ আর বাইশ গজে ব্যাট হাতে নেমে অন্তত দু’ঘণ্টা তুমি নাগিন ডান্স দেখিও৷” এভাবেই ধাওয়ানের দুরন্ত ব্যাটিংয়ের প্রশংসা করলেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ওপেনার৷ ধাওয়ানের দাবাং ব্যাটিংয়ে কোণঠাসা হয়ে যান তাবড় তাবড় বোলাররা৷ তাঁকে সেই ফর্ম ধরে রাখারই পরামর্শ দিলেন বীরু৷

চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টেস্টে দলে ছিলেন না ধাওয়ান৷ মু্ম্বই টেস্টে তিনি ফিরতেও পারেন৷ এদিকে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার অসুস্থতার কারণে চেন্নাই থেকে সরে যেতে পারে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট৷

The post ধাওয়ানকে ‘নাগিন ডান্স’ দেখানোর অনুরোধ শেহবাগের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement