স্টাফ রিপোর্টার: ডুরান্ড ডার্বিতে জোড়া গোল করার পরেও ছেঁটে ফেলা হয়েছে ইস্টবেঙ্গলের বিদেশি স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে। এর পরেই অনেক প্রশ্ন উঠেছে কেন মরশুমের শুরুতেই না ছেড়ে ডুরান্ডের পর তড়িঘড়ি ছেড়ে দেওয়া হল এই গ্রিক ফুটবলারটিকে, যেখানে ডার্বির মতো ম্যাচে জোড়া গোল পেয়েছেন তিনি।
আসলে দিমিত্রিয়সকে নিয়ে এখনও পর্যন্ত সাতটা বিদেশি ফুটবলার হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের। যেহেতু আইএসএলে মোট ছয় বিদেশিকে রেজিস্ট্রি করানো যায়, তাই একজন বেশি বিদেশিকে রাখতে চাইছিল না তাঁরা। এবারে যোগ দিয়েছেন হামিদ আহদাদ, মহম্মদ রশিদ, কেভিন সিবিয়ের মতো নতুন বিদেশিরা। এই মরশুমে তাদের ওপর যথেষ্টই ভরসা করছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।
এমন পরিস্থিতিতে ডুরান্ডের শেষেই দিমিত্রিয়সের সঙ্গে আলোচনায় বসেন তাঁরা। দিমির সঙ্গে আরও এক বছরের চুক্তি ছিল ইস্টবেঙ্গলের। দু'পক্ষের মধ্যেই আলোচনা হয়। শেষ পর্যন্ত গোল্ডেন হ্যান্ডশেকের রাস্তায় হাঁটে দুই পক্ষই। আলোচনা হতে যে কটা দিন সময় লেগেছিল, তাই ডুরান্ডের শেষেই এই চূড়ান্ত সিদ্ধান্তটি নেওয়া হয়।
একই সঙ্গে আলোচনা চলছে আরও এক জাতীয় দলে খেলা ডিফেন্ডারের সঙ্গেও। কিন্তু জানা গিয়েছে, আইএসএলের তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত সেই আলোচনাও চূড়ান্ত রূপ পাবে না। বড় অঙ্কের ট্রান্সফার ফি-দিয়ে এই জাতীয় দলের ফুটবলারটিকে আনতে চাইছে ইস্টবেঙ্গল। কিন্তু শেষ পর্যন্ত আইএসএলের তারিখ ঘোষণা হলেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে লাল-হলুদ ম্যানেজমেন্ট। আইএসএলের তারিখ এখনও ঘোষণা হয়নি। ডুরান্ডের পর তাই অনুশীলন শুরু করতে দেরি করছে ইস্টবেঙ্গল। যা খবর, তাতে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে দলের অনুশীলন শুরু করতে পারেন অস্কার।
