সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা সাত বছর ভারতীয় দলের ফিল্ডিং কোচ হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই শ্রীধরকে এবার সহকারী হিসাবে নিয়োগ করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে লঙ্কান বাহিনীর ফিল্ডিং কোচ হিসাবে দেখা যাবে তাঁকে।
ভারতীয় ক্রিকেট দলে দীর্ঘদিন সহকারী কোচ ছিলেন শ্রীধর। রোহিত-বিরাটদের ফিল্ডিং কোচের ভূমিকাতেও ছিলেন তিনি। রবি শাস্ত্রী যখন ভারতের কোচ ছিলেন, তখনও শ্রীধর দায়িত্বে ছিলেন। আফগানিস্তান ক্রিকেটের সহকারী কোচ হিসাবেও কাজ করেছেন তিনি। এবার শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ হিসাবে নয়া দায়িত্বে শ্রীধর। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি হয়েছে শ্রীলঙ্কা বোর্ডের।
ভারতীয় ক্রিকেট বোর্ডের লেভেল থ্রি কোচিং ডিগ্রি রয়েছে শ্রীধরের। ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ ছিলেন তিনি। ৩০০টি আন্তর্জাতিক ম্যাচে দায়িত্বে ছিলেন শ্রীধর। দু'টো একদিনের বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন। তাছাড়াও দু'টো টি-টোয়েন্টি বিশ্বকাপেও দায়িত্বে ছিলেন তিনি। তাঁর মেয়াদকালে ভারতের ফিল্ডিংয়ের মান উন্নত হয়েছিল।
উল্লেখ্য, ২০২১-এ দ্রাবিড় দায়িত্বে আসার পর শ্রীধরের জায়গায় নিযুক্ত হন টি দিলীপ। এছাড়া ৩৫টি প্রথম শ্রেণির ম্যাচ ও হায়দরাবাদের হয়ে ১৫টি লিস্ট এ ম্যাচের অভিজ্ঞতা রয়েছে শ্রীধরের। এবার তাঁর কাধে আরও এক বড় দায়িত্ব। শ্রীলঙ্কা বোর্ডের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'আর শ্রীধরকে জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে। তিনি দায়িত্ব নেওয়ায় আমরা খুশি। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন।
