সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুয়ালালামপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ৷ ভারতের ব্যর্থতাকে কাজে লাগিয়ে প্রথমবার মহিলাদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল বাংলার ‘বাঘিনী’রা৷ টানা সাতবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এশিয়া কাপের ফাইনালে নেমেছিল হরমনপ্রীত কৌর, পুনম রাউতরা৷ তবে, কুয়ালালামপুরে বাংলাদেশের কাছে ব্যাট-বল দুই বিভাগেই পরাস্ত হতে হলে টিম ইন্ডিয়াকে৷ বাংলাদেশ জিতল ৩ উইকেটে৷
[শচীনের উদ্যোগে স্কুলে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলো, বরাদ্দ ১,১০০ কোটি]
ফাইনালে চাপের ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন৷ সালমার সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়৷ শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের উপর চাপ সৃষ্টি করতে সক্ষম হয় বাংলাদেশের বোলাররা৷ মাত্র ৩২ রানে ৪ উইকেট খুঁইয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া৷ এরপর ঘুরে দাঁড়ান ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর৷ কার্যত একার হাতে ভারতের স্কোর পৌঁছে দেন সম্মানজনক জায়গায়৷ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ভারত তোলে ১১২ রান৷ হরমনপ্রীত একাই করেন ৫৬ রান৷
[এখনও টাটকা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ক্ষত, র্যামোসকে ক্ষমা করেননি সালাহ]
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে বাংলাদেশ৷ প্রথম উইকেটের জন্য ৩৫ রানের পার্টনারশিপ করেন দুই বাংলাদেশি ওপেনার৷ এরপর পরপর বেশ কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ওপার বাংলার মেয়েদের৷ শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৯ রান৷ ম্যাচের শেষ বলে দু’রান নিয়ে জয় নিশ্চিত করেন জাহানারা আলম৷
[বিশ্বকাপের ইতিহাসের এই বিতর্কিত মুহূর্তগুলির কথা মনে আছে?]
এই প্রথম এশিয়া কাপের খেতাব হাতছাড়া হল ভারতীয় মহিলা দলের৷ শুরু থেকে সবকটি এশিয়া কাপেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত৷ ২০১২ সাল থেকে টি-টোয়েন্টিতে পরিণত হয় এই টুর্নামেন্ট৷ আর গতবার পাকিস্তানকে হারিয়ে এসেছিল ছয় নম্বর ট্রফি৷ এবারেও টানা সপ্তমবার এই খেতাব জয়ের ফেভরিট ছিল তারাই কিন্তু শেষ পর্যন্ত ওপার বাংলার মেয়েদের দৃঢ়তার কাছে পরাস্ত হতে হলে ভারতকে৷
The post এশিয়া কাপে ইতিহাস, ভারতকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন বাংলাদেশ appeared first on Sangbad Pratidin.