shono
Advertisement

সুপার কাপে দাদাদের দাপটের দিনে ইয়ুথ ডার্বিতে কী করল ইস্টবেঙ্গল?

ইয়ুথ ডার্বির প্রথম সাক্ষাতে ইস্টবেঙ্গল হারিয়েছিল মোহনবাগানকে।
Posted: 04:38 PM Jan 09, 2024Updated: 11:56 AM Jan 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপার কাপে দাদারা প্রথম ম্যাচে হায়দরাবাদকে হারালেন। ক্লেটন, গিলরা ঠিক যেসময়ে সুপার কাপে খেলতে নেমেছিলেন, তারই কাছাকাছি সময়ে ইস্টবেঙ্গল মাঠে ডার্বি খেলতে নেমেছিল ভাইরা। দিনের শেষে অনূর্ধ্ব ১৭ ইয়ুথ লিগের (Youth Derby) ডার্বি গোলশূন্য ড্র হল। এই ডার্বির পারদ চড়েছিল। ডার্বি নিয়ে যে উত্তেজনা থাকে, সেটাই দেখা গিয়েছিল। কিন্তু গোলটাই হল না ইয়ুথ ডার্বিতে। 

Advertisement

 

[আরও পড়ুন: ক্লেটনের জোড়া গোল, সুপার কাপে সুপার শুরু ইস্টবেঙ্গলের]

ডার্বির প্রথম সাক্ষাতে ইস্টবেঙ্গল ৪-০ গোলে হারিয়েছিল মোহনবাগানকে। তার পরে বিতর্ক কম হয়নি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ এনেছিল মোহনবাগান। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দ্বারস্থ হয় তারা। মোহনবাগানের অভিযোগ, নাম ও বয়স ভাঁড়িয়ে খেলেছেন ইস্টবেঙ্গলের এক ফুটবলার। অভিযুক্ত ফুটবলারটির বিরুদ্ধে অভিযোগের সপক্ষে নথি জোগাড় করে ফেডারেশনের কাছে পাঠিয়ে দেন মোহনবাগান কর্তারা। বিতর্কের মুখে পড়ে সেই পাঁচ ফুটবলারকে দল থেকে বাদ দিয়েছিল ইস্টবেঙ্গল। এদিনের ডার্বিতে অবশ্য দুদলই লড়ল। কিন্তু কাজের কাজ করতে পারল না। ম্যাচের শেষে পয়েন্ট টেবিলে ইস্টবেঙ্গল শীর্ষেই থাকল। একই পয়েন্ট নিয়ে মোহনবাগান দুনম্বরে। 

[আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদির পাশে মহম্মদ শামি, মালদ্বীপ বয়কটের ডাক দিলেন টিম ইন্ডিয়ার পেসার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement