shono
Advertisement

বেহালা পশ্চিমে বিজেপির প্রার্থী শ্রাবন্তী, বালিতে লড়বেন বৈশালী

এই তালিকায় আরও কার কার নাম রয়েছে, দেখে নিন।
Posted: 07:02 PM Mar 18, 2021Updated: 08:36 PM Mar 18, 2021

সুদীপ রায়চৌধুরী: ঘণ্টাখানেকের ব্যবধানে বৃহস্পতিবার আরেকদফা প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি (BJP) । নতুন করে ৯ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তাতে হেভিওয়েটদের মধ্যে রয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। তিনি লড়বেন বেহালা পশ্চিম কেন্দ্র থেকে। অন্যতম গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পুরস্কার হিসেবে পছন্দের কেন্দ্রেই ফের প্রার্থী হলেন বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya)। বালি থেকে গেরুয়া শিবিরের প্রার্থী হয়েছেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের ড. রানা চট্টোপাধ্যায়। এছাড়া লড়াইয়ে রয়েছেন সংযুক্ত মোর্চার প্রার্থী, ছাত্রনেত্রী দীপ্সিতা ধর।  দেখে নিন বাকি ৭ কেন্দ্রের প্রার্থী তালিকা – 

Advertisement

আলিপুরদুয়ার (৫)
কেন্দ্র প্রার্থী
আলিপুরদুয়ার  সুমন কাঞ্জিলাল
ফালাকাটা  দীপক বর্মণ

কোচবিহার (৯)
কেন্দ্র প্রার্থী
কোচবিহার দক্ষিণ নিখিল রঞ্জন দে
নাটাবাড়ি মিহির গোস্বামী

[আরও পড়ুন: আরও ১৪৮ আসনের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি, দেখে নিন তালিকা]

দক্ষিণ ২৪ পরগনা (৩১)
কেন্দ্র প্রার্থী
সোনারপুর উত্তর রঞ্জন বৈদ্য
বেহালা পশ্চিম শ্রাবন্তী চট্টোপাধ্যায়

হাওড়া (১৬)
কেন্দ্র প্রার্থী
বালি বৈশালী ডালমিয়া
শিবপুর রথীন্দ্রনাথ চক্রবর্তী

হুগলি (১৮)
কেন্দ্র প্রার্থী
সপ্তগ্রাম দেবব্রত বিশ্বাস

.table-bordered > thead > tr > th, .table-bordered > tbody > tr > th, .table-bordered > tfoot > tr > th, .table-bordered > thead > tr > td, .table-bordered > tbody > tr > td, .table-bordered > tfoot > tr > td {border: 1px solid #fff;}.table-bordered {border: 1px solid #FFF;} .table { width: 70%; margin-left: auto; margin-right: auto;} @media(max-width: 768px) { .table { width: 100%; margin-left: auto;margin-right: auto;}}

এই তালিকা অনুযায়ী, আলিপুরদুয়ার কেন্দ্রের প্রার্থী বদল করা হয়েছে। অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর পরিবর্তে সুমন কাঞ্জিলালকে প্রার্থী করা হয়েছে। এতদিন কোচবিহার দক্ষিণই ছিল বিধায়ক মিহির গোস্বামীর (Mihir Goswami) লড়াইয়ের কেন্দ্র। এবার শিবির বদলানোয় তাঁর যুদ্ধস্থলও পালটে গেল। একুশের নির্বাচনে মিহির গোস্বামী লড়াই করবেন নাটাবাড়ি (Natabari) কেন্দ্র থেকে। তাঁর মূল প্রতিপক্ষ রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের হেভিওয়েট প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। ফলে নাটাবাড়ি কেন্দ্রেও সেয়ানে-সেয়ানে লড়াই হতে চলেছে।

[আরও পড়ুন: ‘শহিদ’ কর্মীদের শ্রদ্ধা, বিজেপির প্রার্থী তালিকায় দেবেন রায়, মণীশ শুক্লার আত্মীয়রা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার