shono
Advertisement

গল্প নয়, সত্যি! এবার কলকাতাতেই ডিজনিল্যান্ড! কোথায় তৈরি হবে?

বিশেষ চমকের জন্য আপনি তৈরি তো?
Posted: 06:03 PM Jun 21, 2023Updated: 06:03 PM Jun 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিজনিল্যান্ড। ছোটবেলায় এ নাম শুনে সেই ফেয়ারি টেলের রাজ্যে পৌঁছে যাওয়ার স্বপ্ন দেখেন অনেকে কচিকাঁচাই। মিকি-মিনিদের সঙ্গে ওয়ান্ডার ল্যান্ডে হাত ধরে ঘুরে বেড়ানোর সুপ্ত ইচ্ছা থাকে বহু বাচ্চার মনে। কিন্তু সকলের সে স্বপ্ন তো পূরণ হয় না। তবে এবার হতেই পারে। কারণ এবার হাত বাড়ালেই ডিজনিল্যান্ড। তাও আবার খাস কলকাতায়!

Advertisement

অবাক হচ্ছেন তো? আসলে তিলোত্তমা বরাবরই সারপ্রাইজ দিতে ভালবাসে। আর যদি তা হয় দুর্গাপুজোর আবহ, তাহলে তো কথাই নেই। প্রতিবারের মতো তাই এবারও রাজ্যবাসীকে চমকে দিতে চলেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব (Sree Bhumi Sporting Club)। কারণ এবছরের পুজোয় তাদের নিবেদন ডিসনি ল্যান্ড। নিঃসন্দেহে যা ছোটদের স্বর্গভূমি হয়ে উঠবে পুজোয়। উৎসবের আনন্দকে দ্বিগুণ করে তুলবে।

[আরও পড়ুন: ‘২৪ ঘণ্টার মধ্যে পর্যাপ্ত বাহিনী চাইতে হবে, চাপ নিতে না পারলে দায়িত্ব ছাড়ুন’, কমিশনকে নির্দেশ হাই কোর্টের]

শ্রীভূমির বুর্জ খালিফা

পুজোয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম কী? দশমীতে বিসর্জনের সুর ভেসে আসতেই শুরু হয়ে যায় জল্পনা। কৌতূহলী পুজোপ্রেমীরা অপেক্ষায় থাকেন, আসছে বছর লেকটাউন এলাকার জনপ্রিয় এই মণ্ডপ কীভাবে সাজবে। বিগত বছরগুলিতে কখনও ‘বাহুবলী’ থিমে সেজেছিল শ্রীভূমি, তো কখনও বুর্জ খলিফার থিম বানিয়ে চমক দিয়েছিল এই পুজো। সেবার বিতর্কও অবশ্য কম হয়নি। গতবছর অর্থাৎ সুবর্ণজয়ন্তী বর্ষে আবার রোমের ভ্যাটিকান সিটির আদলে তৈরি হয়েছিল মণ্ডপ। এবছর ফের তাক লাগানো ভাবনা তাদের।

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড বিশ্ববিখ্যাত। এখানকার আনাহেইম শহরের স্যান্টা এনা ফ্রিওয়ের কাছে ১৬০ একরের জমির উপর ডিজনিল্যান্ড তৈরি হয় ১৯৫৪ সালে। ওয়াল্ট ডিজনি গ্রিফিথ একদিন একটি পার্কে বসেছিলেন। তাঁর দুই মেয়ে সেখানে নাগরদোলায় চড়ে হৈ-হুল্লোড় করছিল। সেসময়ই তাঁর মাথায় আসে এমন কোনও পার্ক হলে ভাল হত, যেখানে বাবা-মা-ছেলে-মেয়ে সবাই একসঙ্গে আনন্দ করতে পারতেন। যেমন ভাবনা তেমন কাজ। নিজের উদ্যোগেই ডিজনিল্যান্ডকে বাস্তবায়িত করেন তিনি। সেই ডিজনিল্যান্ডের আদলেই এবার সাজবে শ্রীভূমি। রথযাত্রার দিন এই ঘোষণার পরই পুজোপ্রেমীদের উৎসাহ কয়েকগুণ বাড়িয়ে দিলেন মন্ত্রী সুজিত বসু।

[আরও পড়ুন: ‘সব লড়াইয়ের জন্য তৈরি’, পুরুষ হতে চান বুদ্ধদেব ভট্টাচার্য কন্যা সুচেতনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement