সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেপ্তারি নিয়ে টানাপোড়েনের মাঝেই দেবাংশুকে খোঁচা শ্রীলেখার। তবে কারণটা বেশ অনেকটাই পুরনো। শ্রীলেখা মিত্রর ছবি অভিযাত্রিকের ঝুলিতে দুটি পুরস্কার আসতেই তৃণমূল নেতাকে বিঁধলেন অভিনেত্রী। কিন্তু কেন জানেন?
দেবাংশু ভট্টাচার্য ও শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) দু’জনই সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। বিভিন্ন ইস্যুতে সরব হন তাঁরা। বিরোধীদের আক্রমণ করতেও ছাড়েন না। বেশ কিছুদিন আগে মুকুল রায়ের তৃণমূলে ফেরা নিয়ে একে অপরকে খোঁচা দিয়েছিলেন দেবাংশু-শ্রীলেখা। আক্রমণ করতে গিয়ে দেবাংশু সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন, “যিনি মিম শেয়ার করেছেন, তার নাম ভুলে গেছিলাম, গুগল করতে হল।” সুযোগ মিলতেই রবিবার ফেসবুক পোস্টে পালটা খোঁচা দিলেন শ্রীলেখা।
[আরও পড়ুন: আন্দোলনে খামতি! বৈঠকে সরব বিধায়করাও, দিল্লির চাপে রিপোর্ট নিয়ে সতর্ক পদ্ম শিবির]
গতবছর মুক্তি পেয়েছিল ‘অভিযাত্রিক’। ওই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র । ওই সিনেমার ঝুলিতে এসেছে ২ টি জাতীয় পুরস্কার। তারপরই সোশ্যাল মিডিয়ায় দেবাংশুকে একহাত নিলেন শ্রীলেখা। ফেসবুকে দেবাংশুকে খোকা বলে কটাক্ষ করে বললেন, “আমাদের ছবি অভিযাত্রিক দুটো জাতীয় পুরস্কার পেয়েছে। দেবাংশু ভাই তুমি বলেছিলে, কে শ্রীলেখা মিত্র সার্চ করে দেখতে হবে-যাই হোক, ভাল থেকো খোকা।”
একুশের নির্বাচনে কার্যত ঝড় তুলে দিয়েছিল দেবাংশু ভট্টাচার্যের খেলা হবে স্লোগান। রাজ্যের বিভিন্নপ্রান্তে সভা করেছেন তিনি। বারবার দলবদলুদের তীব্র কটাক্ষও করেছেন। বলেছিলেন, তৃণমূল ছেড়ে যারা অন্যত্র গিয়েছেন, তাঁরা ফেরার চেষ্টা করলে তিনিই বাধা হয়ে দাঁড়াবেন। কিন্তু পরবর্তীতে একে একে অনেক নেতার ঘর ওয়াপসি হয়েছে। যার ফলে বহুজনের কটাক্ষের শিকার হতে হয়েছিল দেবাংশুকে। সেই সময়ও তৃণমূল নেতাকে আক্রমণ করতে ছাড়েননি শ্রীলেখাও।