shono
Advertisement

Breaking News

বাসর রাতে কাঞ্চন বললেন, ‘মুড এসে গেছে’, নতুন বউ শ্রীময়ীকে জড়িয়ে ধরলেন বুকে

তৃতীয় স্ত্রী শ্রীময়ীকে নিয়ে মনখোলা কথা তারকা বিধায়কের পোস্টে।
Posted: 05:01 PM Mar 03, 2024Updated: 05:01 PM Mar 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাচ-গান, আড্ডা, রোম্যান্সে জমজমাট কাঞ্চন-শ্রীময়ীর বিয়ে। বিয়ের পর খাবার প্লেট হাতে ধরে অভিনেতার নাচ ইতিমধ্যেই ভাইরাল। কম যান না কনে শ্রীময়ীও। গানের তালে পাল্লা দিয়ে নেচেছেন। তারপর বাসর রাতের পালা! কী ঘটল সেখানে? স্বামী কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) ‘মুডের’ কথা ফাঁস করলেন বউ শ্রীময়ী (Sreemoyee Chattoraj) নিজেই।

Advertisement

শনিবার গোধূলি লগ্নে সাত পাকে বাঁধা পড়লেন কাঞ্চন-শ্রীময়ী। ছাদনতলা থেকে নবদম্পতির বিয়ের রোম্যান্টিক সব ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। কনে শ্রীময়ী চট্টরাজের পরনে লাল টুকটুকে বেনারসি আর কাঞ্চন মল্লিক বেছে নিয়েছিলেন ঘিয়ে রঙের পাঞ্জাবি। পঞ্চাশোর্ধ্ব তারকা বিধায়কের তৃতীয় বিয়ে নিয়ে চর্চার অন্ত নেই নেটপাড়ায়! তবে সেসসব কটাক্ষ, আক্রমণকে বুড়ো আঙুল দেখিয়ে নবদম্পতি মজেছেন বিয়ের আমেজে। বিয়ের দিন বাসর রাতে কী ঘটল?

কনে শ্রীময়ী চট্টরাজ নিজেই সেই ঝলক ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। সন্ধেবেলা বিয়ে সেরে, আমন্ত্রিতদের সঙ্গে ফটোসেশনের পর ক্লান্ত শরীরে বাসর ঘরে ঢোকেন কাঞ্চন-শ্রীময়ী। চোখেমুখে ক্লান্তির ছাপ থাকলেও এনার্জি কিন্তু বিন্দুমাত্র কমেনি তাঁদের। কনের কণ্ঠস্বর শুনেই তা বেশ বোঝা গেল। বাসর রাতের মজার মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন শ্রীময়ী নিজেই। ক্যামেরা ধরে বর কাঞ্চনের উদ্দেশে তিনি প্রশ্ন ছুঁড়লেন- কী হয়েছে? তার উত্তরেই বিধায়ক মশাইকে মাথা দুলিয়ে বলতে শোনা যায়- মুড এসে গেছে। বন্ধুবান্ধবদের নিয়ে নাচে-গানে আড্ডায় কাঞ্চন-শ্রীময়ীর বাসর রাত বেশ জমে উঠেছিল।

[আরও পড়ুন: ওরির মুক্তোর কানের দুল ‘চুরি করে’ চম্পট দিলেন রিহানা! আম্বানির পার্টি থেকে ভাইরাল ভিডিও]

রবিবার দুপুরেই কাঞ্চন মল্লিক তাঁর নতুন বউ শ্রীময়ী চট্টরাজকে নিয়ে মনের কথা লিখলেন সোশাল মিডিয়ায়। বিয়ের বিশেষ সব মুহূর্ত শেষ করে অভিনেতা লিখেছেন- “বন্ধু তোমার ভালবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেওয়ার স্বপ্নটাকে জাপটে ধরে থেকো…।” সুমনের গানের লাইন ধার করেই স্ত্রীয়ের প্রতি প্রেম নিবেদন করতে দেখা গেল তারকা বিধায়ককে।

[আরও পড়ুন: অযোধ্যায় আমন্ত্রণ না পেয়েও আম্বানিদের মঞ্চে শাহরুখের মুখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি, দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement