shono
Advertisement

শ্রীলঙ্কায় আইএস ডেরায় হানা সেনাবাহিনীর, মৃত ছয় শিশু-সহ ১৫

৩৫৯ নয়, কলম্বো হামলায় মারা গিয়েছেন ২৫৩ জন। The post শ্রীলঙ্কায় আইএস ডেরায় হানা সেনাবাহিনীর, মৃত ছয় শিশু-সহ ১৫ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:25 PM Apr 27, 2019Updated: 12:25 PM Apr 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কায় চলা প্রবল জঙ্গিদমন অভিযানে নিহত ১৫৷ মৃতদের মধ্যে চারজন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সদস্য বলে জানা গিয়েছে৷ এছাড়াও নিহতদের মধ্যে রয়েছে ছয় শিশুও৷ 

Advertisement

[কলম্বোর আত্মঘাতী জঙ্গিই মূলচক্রী, দেহ শনাক্ত করে রিপোর্ট গোয়েন্দা দপ্তরের]

সেনা সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে সাইনথামারাথু জেলার আমপারা বাগান এলাকায় অভিযান চালায় জওয়ানরা৷ ডেরায় একাধিক ইসলামিক স্টেট জঙ্গিদের লুকিয়ে থাকার খবর ছিল৷ নিরাপত্তারক্ষীদের উপস্থিতির কথা জানতে পেরে পরপর তিনটি বিস্ফোরণ ঘটায় জেহাদিরা৷ চলে গুলির লড়াইও৷ রাতভর চলা লড়াইয়ের শেষে ১৫ জনের দেহ উদ্ধার করে সেনা৷ নিহতদের মধ্যে রয়েছে চার আইএস জঙ্গি ও ছয় শিশু৷ বাড়িটি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু আইইডি, সুইসাইড বেল্ট, সেনার পোশাক ও ইসলামিক স্টেটের পতাকা৷ গত রবিবার ঘটা ইস্টার ডে হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ১৪০ জন সন্দেহভাজনের খোঁজ চালাচ্ছে পুলিশ৷ দ্বীপরাষ্ট্রটিতে জেহাদিদের খোঁজে ও ধর্মীয় স্থানগুলির নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে প্রায় ১০ হাজার সেনা৷ চলছে একের পর এক অভিযান৷ আগেই নিরাপত্তায় গলদের জেরে পদ খোয়াতে হয়েছে শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিব ও পুলিশ প্রধানকে৷  

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা জানিয়েছেন, ২০১৩ সাল থেকেই বেশ কিছু যুবক আইএস-এর সঙ্গে জড়িত৷ তাদের খোঁজে অভিযান চলছে৷ এখনও পর্যন্ত ৭০ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে৷ দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত চলবে অভিযান৷ এদিকে, শুক্রবার সংশোধিত পরিসংখ্যান প্রকাশ করে স্বাস্থ্য মন্ত্রক জানায়, ৩৫৯ নয়, কলম্বো হামলায় মারা গিয়েছেন ২৫৩ জন। মৃতের সংখ্যা একঝটকায় কমে যাওয়ার নেপথ্যে বিস্ফোরণের বিভৎসতাকেই দায়ী করলেন শ্রীলঙ্কা প্রশাসনের আধিকারিকরা। তাঁদের মতে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহু মানুষের দেহ ছিন্ন-ভিন্ন হয়ে যায়। তাই প্রাথমিকভাবে দেহগুলি গুনতে গিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়।       

[ইস্টারের বিস্ফোরণে ধৃত আরও ১৬, এখনও আতঙ্কে শ্রীলঙ্কা]    

The post শ্রীলঙ্কায় আইএস ডেরায় হানা সেনাবাহিনীর, মৃত ছয় শিশু-সহ ১৫ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement